বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৯:২৩:০৪

ছোটবেলা থেকে কষ্ট করেছি বলেই আল্লাহর রহমতে সফল হয়েছি: তাইজুল

ছোটবেলা থেকে কষ্ট করেছি বলেই আল্লাহর রহমতে সফল হয়েছি: তাইজুল

স্পোর্টস ডেস্ক:  ছোটবেলা থেকেই কষ্ট করেছি। ইচ্ছে ছিল ভালো খেলোয়াড় হওয়ার। কষ্ট করেছিলাম বলেই আল্লাহর রহমতে সফলও হয়েছি।

দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মনের গহীনে লুকাইত কথা গুলো এভাবে শেয়ার করেন বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড় তাইজুল ইসলাম।

তাইজুল বলেন, ‘সেই জীবন আর এই জীবনের পার্থক্য এটাই যে তখন সমাজের বড় পর্যায়ের লোকজনের সঙ্গে দেখা হওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল। আমি কি কখনো ভাবতে পেরেছি যে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর হাত থেকে পুরস্কারের চেক নেব? ক্রিকেট খেলে এটা সম্ভব হয়েছে। আমার জেলা নাটোরের অনেক ধনী ব্যবসায়ীরও হয়তো জীবনে এই সৌভাগ্য হবে না। এখন সম্মান পাই, আগে একদমই পেতাম না। বলতে পারেন জগত্টা এখন আমার কাছে অনেক সহজ হয়ে গেছে।’

আর কয়েকটা দিন গড়ালেই ঈদুল ফিতর। আগে ঈদ আসলে তাইজুলের মনে দুঃখ দানা বাঁধতো। কিন্তু এখন সেটার বিপরীত। এ বিষয়ে তিনি বলেন,  ‘সামনেই ঈদ আসছে। আমি কিন্তু এখন খুশি। খুশি কী জন্য জানেন? আমার কাছে এখন টাকা আছে। একটা ভালো জিনিস কিনতে পারছি। প্যান্ট-শার্ট যখন যা প্রয়োজন, সবই কিনতে পারছি। কিন্তু তাইজুল যখন ছোট ছিল, তখন কিন্তু ওর জন্য এগুলো অনেক কঠিন ব্যাপার ছিল। তখন একটা ঈদ আসলে মন খারাপ থাকত তাইজুলের। ও চিন্তা করত অমুকের এটা-ওটা আছে, আমার নেই কেন? আমার মনে হয় মা-বাবার সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন ঈদে ওনারা সন্তানকে ভালো কাপড়-চোপড় দিতে পারেন না। আর একটা পাঁচ-সাত বছরের বাচ্চা যখন ঈদের নতুন কাপড়-চোপড় পায় না, সেটাও বিশাল এক কষ্ট। যে কষ্টের কথা আপনাদের বললাম সেটার মধ্য দিয়ে আমার মা-বাবা যেমন গেছেন, তেমনি আমিও।’
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে