বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৩:২৬:১৮

ইংল্যান্ড সিরিজে থাকছে ৩টি প্রস্তুতি ম্যাচ

ইংল্যান্ড সিরিজে থাকছে ৩টি প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড দলের বাংলাদেশের সফরসূচি জানিয়েছে।এই সফরে বাংলাদেশ ৩টি ওডিআই ও ২টি টেষ্ট ম্যাচ খেলবে এটা সবারই জানা। নতুন খবর হচ্ছে এই সফরে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ হবে।

দুই টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৭ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। অর্থাৎ ওয়ানডের আগে মানিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ সময় পাচ্ছে অতিথিরা। এক দিনের একটি প্রস্তুতি ম্যাচও আছে ফতুল্লায়।

এই সফরে এক সপ্তাহ আগেই বাংলাদেশের মাটিতে পা রাখবেন ইংল্যান্ড। প্রথম দুই ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২০ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে সেখানেই। পরের টেস্ট মিরপুরে শুরু ২৮ অক্টোবর। টেস্ট সিরিজের আগে ইংলিশরা খেলবে দুটি দুই দিনের গা গরমের ম্যাচ। দুটি ম্যাচই হবে এমএ আজিজ স্টেডিয়ামে।

বাংলাদেশে সফরকারী দলগুলি সাধারণত একটি এক দিনের ও একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়। তবে ইংল্যান্ড একটি তিন দিনের ম্যাচের বদলে যাচ্ছে দুটি দুই দিনের ম্যাচ।
সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ই অক্টোবর। এছাড়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ দুটি হবে ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে।

ইংল্যান্ড সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১০ সালে। সেবারই প্রথম সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের পরিবর্তে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় অ্যালেস্টার কুকের।
২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে