বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:২০:৫৪

‘শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙ্গে দেবেন না’

‘শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙ্গে দেবেন না’

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে গেলেন লিওনেল মেসি। ২৪ ঘণ্টার বেশি হল তিনি বলে দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর নয়। আধুনিক ফুটবলের রাজপুত্রকে তাই সমস্বরে ফেরানোর আর্জি জানাচ্ছে গোটা বিশ্ব৷ সোমবার সকালে খবরটা কানে আসার পর থেকেই মেসিকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন তার ভক্তরা৷

আর্জেন্টাইন শিক্ষক ইয়োহানা ফাকস আবেগী একটা চিঠি লিখেছেন মেসিকে। এমটিনিউজের পাঠকদের জন্য চিঠিটা হুবহু অনুবাদ করে দেয়া হল...

লিওনেল মেসি,

আপনি হয়তো কখনওই এই চিঠিটা পড়বেন না। তারপরও লিখছি একজন ফুটবল ভক্ত হিসেবে নয়, লিখছি আর্জেন্টিনার একজন শিক্ষক হিসেবে। আপনি আপনার পেশাকে যেভাবে ভালবাসেন, আমি যে পেশাটা বেছে নিয়েছি সেটাও আমার কাছে তেমনই।

আমি চাইলে আপনার অনন্য মেধা আর চোখ ধাঁধানো সাফল্যের কথা এখানে লিখতে পারতাম। বলতে পারতাম আমি সেই সৌভাগ্য নিয়ে জন্ম নেয়াদের একজন যারা আপনার পায়ের জাদু দেখেছে, বলতে পারতাম বিশ্বের প্রতিটা প্রান্তে আপনি কতটা সম্মান পান। তাতে অনেক কথারই পুনরাবৃত্তি করা হত; অনেক বলে বলে কথাগুলো বড্ড ক্লিশে হয়ে গেছে। বরং আমি আপনার সাহায্য চাই। এমন একটি সমস্যায় আপনাকে দরকার যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে কখনও হতে হয়নি। আপনাকে সেই সব শিশুর জন্য ফিরে আসতে বলছি, যারা আপনাকে ফুটবলের নায়ক মানে; আপনাকে অনুসরণ করে।

আমার শিক্ষার্থীদের মধ্যে আপনার জন্য যে মমতা আমি খুঁজে পাই তা আমাকে ভাবায়, কাঁদায়। তারা এখন দেখছে যে তারা যাকে অনুপ্রেরণা মনে করতো, সে নিজেই আশা ছেড়ে দিয়েছেন। কোনো আশাহত লোকের জন্য আমি আপনার কাছে ভিক্ষা চাইছি না, শুধু বলছি আপনি চলে গেলে অনেকগুলো স্বপ্ন মরে যাবে। যারা বিশ্রামের কথা বলে, তাদের জন্য বলাটা সহজ। অনেকেই বলে একটি বাড়ি করার চেয়ে গোল করা নাকি সহজ। এই ধরনের চাপ সৃষ্টি করা দুর্বল মানসিকতার কাজ। ভুল সবারই হয়; আর ভুল হয় বলেই তো আমরা মানুষ।

প্লিজ, আপনি চলে যাবেন না। আমার শিক্ষার্থীদের ভাবতে দেবেন না যে জীবনে জয় বা প্রথম হতে পারাই সব কিছু। অন্যকে সুখী করার জন্যই বেঁচে থাকতে হবে – এমনটা ওদের ভাবতে দেবেন না। ওদের জন্য ভুল বার্তা রেখে যাবেন না।

মেসি কতটা ভালো ফুটবলার, সে কথা আমি আমার শিক্ষার্থীদের বলি না। ফাঁকি দেয়ার জন্য যে হাজার হাজার ফ্রিকিক অনুশীলন করে যান আপনি, আমি ওদের সেই গল্পটা বলি। আমি সেই মেসির কথা বলি, যে মেসি স্বপ্নকে জয় করতে প্রয়োজনে ব্যাথার ইনজেকশন নিয়ে মাঠে নামে। আমি সেই মেসির কথা বলি, যে মেসি অসহায় শিশুদের অর্থ দিয়ে সাহায্য করে। আমি তাদের একটা পরিণত মেসির গল্প বলি, যে পরিবারের মধ্যে থেকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ করে। ভালো পিতা হয়ে বেঁচে থাকে। আমি সেই মেসির কথা বলি, যে উশৃঙ্খল ভক্তকে শৃঙ্খলে আবদ্ধ করে। সে আজ পেনাল্টি মিস করেছে আমাদের দোষেই! কারণ আমরা মানুষ, ভুল তো হবেই।

এভাবে চলে যাবেন না। ওই আকাশী-নীল জামাটা খুলে ফেলবেন না। আপনি যখন জার্সিটা পরম মমতায় গায়ে তোলেন, তখন আর্জেন্টাইন হিসেবে আমাদের গর্ব হয়। মেডেল আর শিরোপা নিয়ে ভাবি না, আমরা আপনাকে নিজেদের একজন মনে করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। প্লিজ আমার শিক্ষার্থীদের ভাবতে দেবেন না যে, দ্বিতীয় হওয়া মানেই হেরে যাওয়। অথবা জীবনের একটা দিন হেরে যাওয়া মানে সব অর্জন মুছে যাওয়া।

সবাই ওই বলটার কথাই বলে, কিন্তু আমি আপনার মনের জোরে বিশ্বাস করি।-প্রিয়বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে গেলেন লিওনেল মেসি। ২৪ ঘণ্টার বেশি হল তিনি বলে দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর নয়। আধুনিক ফুটবলের রাজপুত্রকে তাই সমস্বরে ফেরানোর আর্জি জানাচ্ছে গোটা বিশ্ব৷ সোমবার সকালে খবরটা কানে আসার পর থেকেই মেসিকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন তার ভক্তরা৷

আর্জেন্টাইন শিক্ষক ইয়োহানা ফাকস আবেগী একটা চিঠি লিখেছেন মেসিকে। প্রিয়.কমের পাঠকদের জন্য চিঠিটা হুবহু অনুবাদ করে দেয়া হল...

লিওনেল মেসি,

আপনি হয়তো কখনওই এই চিঠিটা পড়বেন না। তারপরও লিখছি একজন ফুটবল ভক্ত হিসেবে নয়, লিখছি আর্জেন্টিনার একজন শিক্ষক হিসেবে। আপনি আপনার পেশাকে যেভাবে ভালবাসেন, আমি যে পেশাটা বেছে নিয়েছি সেটাও আমার কাছে তেমনই।

আমি চাইলে আপনার অনন্য মেধা আর চোখ ধাঁধানো সাফল্যের কথা এখানে লিখতে পারতাম। বলতে পারতাম আমি সেই সৌভাগ্য নিয়ে জন্ম নেয়াদের একজন যারা আপনার পায়ের জাদু দেখেছে, বলতে পারতাম বিশ্বের প্রতিটা প্রান্তে আপনি কতটা সম্মান পান। তাতে অনেক কথারই পুনরাবৃত্তি করা হত; অনেক বলে বলে কথাগুলো বড্ড ক্লিশে হয়ে গেছে। বরং আমি আপনার সাহায্য চাই। এমন একটি সমস্যায় আপনাকে দরকার যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে কখনও হতে হয়নি। আপনাকে সেই সব শিশুর জন্য ফিরে আসতে বলছি, যারা আপনাকে ফুটবলের নায়ক মানে; আপনাকে অনুসরণ করে।

আমার শিক্ষার্থীদের মধ্যে আপনার জন্য যে মমতা আমি খুঁজে পাই তা আমাকে ভাবায়, কাঁদায়। তারা এখন দেখছে যে তারা যাকে অনুপ্রেরণা মনে করতো, সে নিজেই আশা ছেড়ে দিয়েছেন। কোনো আশাহত লোকের জন্য আমি আপনার কাছে ভিক্ষা চাইছি না, শুধু বলছি আপনি চলে গেলে অনেকগুলো স্বপ্ন মরে যাবে। যারা বিশ্রামের কথা বলে, তাদের জন্য বলাটা সহজ। অনেকেই বলে একটি বাড়ি করার চেয়ে গোল করা নাকি সহজ। এই ধরনের চাপ সৃষ্টি করা দুর্বল মানসিকতার কাজ। ভুল সবারই হয়; আর ভুল হয় বলেই তো আমরা মানুষ।

প্লিজ, আপনি চলে যাবেন না। আমার শিক্ষার্থীদের ভাবতে দেবেন না যে জীবনে জয় বা প্রথম হতে পারাই সব কিছু। অন্যকে সুখী করার জন্যই বেঁচে থাকতে হবে – এমনটা ওদের ভাবতে দেবেন না। ওদের জন্য ভুল বার্তা রেখে যাবেন না।

মেসি কতটা ভালো ফুটবলার, সে কথা আমি আমার শিক্ষার্থীদের বলি না। ফাঁকি দেয়ার জন্য যে হাজার হাজার ফ্রিকিক অনুশীলন করে যান আপনি, আমি ওদের সেই গল্পটা বলি। আমি সেই মেসির কথা বলি, যে মেসি স্বপ্নকে জয় করতে প্রয়োজনে ব্যাথার ইনজেকশন নিয়ে মাঠে নামে। আমি সেই মেসির কথা বলি, যে মেসি অসহায় শিশুদের অর্থ দিয়ে সাহায্য করে। আমি তাদের একটা পরিণত মেসির গল্প বলি, যে পরিবারের মধ্যে থেকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ করে। ভালো পিতা হয়ে বেঁচে থাকে। আমি সেই মেসির কথা বলি, যে উশৃঙ্খল ভক্তকে শৃঙ্খলে আবদ্ধ করে। সে আজ পেনাল্টি মিস করেছে আমাদের দোষেই! কারণ আমরা মানুষ, ভুল তো হবেই।

এভাবে চলে যাবেন না। ওই আকাশী-নীল জামাটা খুলে ফেলবেন না। আপনি যখন জার্সিটা পরম মমতায় গায়ে তোলেন, তখন আর্জেন্টাইন হিসেবে আমাদের গর্ব হয়। মেডেল আর শিরোপা নিয়ে ভাবি না, আমরা আপনাকে নিজেদের একজন মনে করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। প্লিজ আমার শিক্ষার্থীদের ভাবতে দেবেন না যে, দ্বিতীয় হওয়া মানেই হেরে যাওয়। অথবা জীবনের একটা দিন হেরে যাওয়া মানে সব অর্জন মুছে যাওয়া।

সবাই ওই বলটার কথাই বলে, কিন্তু আমি আপনার মনের জোরে বিশ্বাস করি।-প্রিয়.কম
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে