বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:৩৪:২৭

‘তেঁতুলিয়ার পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ পড়বেন মুস্তাফিজ’

‘তেঁতুলিয়ার পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ পড়বেন মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক: পবিত্র ঈদ-উল ফিতরে আনন্দ পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মুস্তাফিজ সাতক্ষীরা নিজের গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় যাবেন আগামী ২ জুলাই। মুস্তফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টুই দেশের একটি সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন।

যদিও গ্রামের বাড়ি থেকে কবে তিনি ঢাকা ফিরবেন, কতদিন গ্রামে থাকবেন-সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি বড় ভাই পল্টু। যদিও এই মাসের শুরুতেই আইপিএল থেকে ফিরে আসার পর ৯ দিন তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে এসেছেন।

পল্টু জানিয়েছেন, মুস্তাফিজের সব কিছুই ঠিক আছে। আগের চেয়ে অনেক সুস্থ আছে এখন। বাড়িতে এসে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করবে সে। তেঁতুলিয়ার পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ পড়বেন মুস্তাফিজ।

পল্টু আবার একই সাথে এটাও জানিয়ে দেন যে, মুস্তাফিজ এখনও ঈদের শপিং করেননি। আগামী দু’একদিনের মধ্যেই নিজের, পরিবার এবং বন্ধুদের জন্য ঈদ শপিং করন। পূনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণেই মূলতঃ এতদিন শপিংয়ে যেতে পারেননি তিনি।

পল্টুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঈদের পর কী মুস্তাফিজ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে যাবেন? জবাবে তিনি বলেন, এ বিষয়ে আসলে আমি খুব বেশি বলতে পারবো না।
২৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে