বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৫:৪৮:৩৯

‘দলের ব্যর্থতার দায় শুধু মেসির’

‘দলের ব্যর্থতার দায় শুধু মেসির’

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় গোটা বিশ্বের সবাই যেখানে অবাক সেখানে মোটেই অবাক হন নি আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী স্ট্রাইকার হোর্হে ভালদানো।

হোর্হে ভালদানো বলেন, লক্ষ্য করে দেখবেন, আর্জেন্টিনা সবসময়ই সকল সমস্যার কেন্দ্রে রাখে মেসিকে। যা বলা দরকার দলের সব খেলোয়াড়কে, তা করা হচ্ছে শুধু মেসির সঙ্গে। এবারের কোপার আসরে দুর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টিনা। মেসি ছিল স্বমহিমায় ভাস্বর। ফাইনালে হারের পর সব হতাশা তার ওপর চেপে বসেছে। যা তাকে বিষিয়ে তুলেছে। যেকারণে মেসির অবসরে বিস্মিত হইনি।

তিনি আরও বলেন, পাশে দাঁড়ানো তো দূরের কথা, অনেক সময় ব্যর্থতার জন্য মেসিকে সরাসরি দায়ী করা হয় আর্জেন্টিনায়। আর্জেন্টিনার মতো দেশের চাপ নেয়া অতটা সহজ নয়। ফুটবলের সঙ্গে এদের সম্পর্কটা মাত্রাতিরিক্ত। প্রত্যেকটি টুর্নামেন্টে আর্জেন্টিনার পক্ষে সেরা খেলোয়াড় মেসি। সব হতাশা তার ওপর চাপিয়ে দেয়াটা মোটেও ঠিক হয়নি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। প্রথম পর্বে চিলির বিপক্ষে মেসিকে ছাড়াই জয় পায় আর্জেন্টিনা। অথচ ফাইনালে মেসির মতো নির্ভরশীল ফুটবল তারকা থাকা সত্ত্বেও হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে