শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০১:৫৬

টাইগার ক্রিকেটারের কীর্তিকে ছুঁয়ে দেয়া কে এই রাবাদা?

টাইগার ক্রিকেটারের কীর্তিকে ছুঁয়ে দেয়া কে এই রাবাদা?

স্পোর্টস ডেস্ক : একে ইমরান তাহিরে রক্ষে নেই তারউপর আবার কাগিসো রাবাদা দোসর৷ ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার স্পিন বোলিংয়ের অস্ত্র হতে চলেছেন ইমারান তাহির৷

তাঁর ব্যাপারে সচিন তেন্ডুলকরও ভারতীয় ব্যাটসম্যানদের আগাম সতর্ক করে দিয়েছেন৷ প্রোটিয়া স্পিন বিভাগে যদি তাহির ত্রাস ছড়ান, তাহলে পেস বোলিংয়ে ডেল স্টেইনের ব্রিগেডে রয়েছেন তুরুপের তাস রাবাদা৷

কে এই কাগিসো রাবাদা? কেন তাঁকে নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞরা৷ গত জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ানডে অভিষেক করেছিলেন এই বছর কুড়ির ডানহাতি ফাস্ট বোলার৷ শুরুতেই চমকে দিয়েছিল জোহানেসবার্গের বাসিন্দার পারফরম্যান্স৷ মীরপুরে ১৬ রান দিয়ে ছ’উইকেট তুলে নিয়েছিলেন তিনি৷

ম্যাচটি জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা৷ হ্যাটট্রিকও করেছিবেন রাবাদা৷ এই ম্যাচে নামার আগে দেশের জার্সিতে মাত্র চারটি টি-২০ ম্যাচ খেলেছিলেন তিনি৷ গতবছর বাংলাদেশের তাইজুল ইসলামের পর দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়েন রাবাদা৷

রাবাদা অত্যন্ত গতিতে বল না-করলেও তাঁর পেস বেশ ভালোই৷ টি-২০-তে তাঁর গড় ৮.৫ এর কাছাকাছি৷ যেটা মোটেই খারাপ নয়৷ সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাবাদা ১০ ওভার বল করে ৩৩ রানে দু’উইকেট তুলে নিয়েছিলেন৷ ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা রাবাদাকে টি-২০ ও ওয়ানডে দু’টি ফর্ম্যাটেই ব্যবহার করতে পারবে৷

ডেল স্টেইন ও মর্নি মর্কেলের কেরিয়ার প্রায় শেষের দিকে৷ সেক্ষেত্রে এই সিরিজে রাবাদার সামনে সুযোগ থাকবে নির্বাচকদের বুঝিয়ে দেওয়ার যে, আগামী দিনে তাঁকে নিয়েও ভাবতে হবে৷ এখন দেখার বিরাট-ধোনিদের কতটা বেগ দিতে পারেন রাবাদা?-কলকাতা
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে