স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। প্রথম পর্বে চিলির বিপক্ষে মেসিকে ছাড়াই জয় পায় আর্জেন্টিনা। অথচ ফাইনালে অধিনায়ক লিওনেল মেসির মতো নির্ভরশীল ফুটবল তারকা থাকা সত্ত্বেও হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
ব্রাজিলের অনেক স্বপ্ন ভঙ্গ করেছেন মেসি। যে মাঠে কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল, সেই মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন মেসি। তাই বলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়টির এমন বিদায় কোনভাবেই মেনে নিতে পারছে না ব্রাজিলিয়ানরা। তাই মেসিকে ফিরে আসার অনুরোধ জানাচ্ছে পুরো ব্রাজিল।
ব্রাজিলের স্থানীয় শীর্ষ পত্রিকা ‘লাঞ্চে’র প্রথম পৃষ্ঠায় মেসিকে ফিরে আসার জন্য ‘ফিকা’ নামক শিরোনামে নিউজ করে। ফিকার বাংলা অর্থ ‘থাকো’। শুধু তাই নয়, মেসিকে উদ্দেশ্য করে একটি বার্তাও দিয়েছে এই পত্রিকাটি।
সেখানে বলা হয়েছে, প্রিয় মেসি, আমরা ব্রাজিলিয়ানরা রবিবার রাতের এমন হারে খুব মর্মাহত। শত্রুতাকে দূরে ঠেলে, প্রতিবেশী আর্জেন্টিনাকে আমরা সহানুভূতির দিক দিয়ে নিজেদের পরেই স্থান দিয়েছি। আমরা তোমাকে অনুরোধ করছি আর্জেন্টিনার দল থেকে অবসরের সিদ্ধান্তটি পূনর্বিবেচনার জন্য। ইতোমধ্যে তোমার মাধ্যমে আমাদের ক্লাসিকো ম্যাচে অনেক সুন্দর গোল পেয়েছি। আমরা তোমাকে বিশ্বকাপে দেখতে চাই। আমরা বিশ্বকাপ বাছাইপর্বে তোমার গোল দেখতে চাই। সমর্থকদের কাছ থেকে আমরা সবসময় শুনতে চাই ম্যারাডোনা-পেলের থেকে ভালো ফুটবলার। আমরা আবারো তোমাকে ফাইনালে দেখতে চাই। শেষকথা, আমরা ব্রাজিলিয়ান সমর্থকরা রাশিয়া বিশ্বকাপেই তোমার ইতি দেখতে চাই, তার আগে নয়।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বলেন, কোনো সন্দেহ নেই যে গত ১০ বছরে ওই বিশ্বের সেরা ফুটবলার। ওর সাথে যেটা হয়েছে সেটা তো ফুটবলেরই অংশ। যে পেনাল্টি নেয়, তার তো মিস হতেই পারে। বিশ্বের নামি-দামি সব খেলোয়াড়রা পেনাল্টি মিস করেন। নি:সন্দেহে ও অনেক হতাশ হয়ে পড়েছে। কিছু সময় অপেক্ষা করা যাক, নিশ্চয়ই ও কষ্টটা ভুলতে পারবে। আশা করি, ও আমার কথা শুনবে।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রোনালদো বলেন, সিদ্ধান্ত পাল্টে আবারও মাঠে ফিরে আসবেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আমরা মেসির চলে যাওয়াতে একদমই ছন্নছাড়া হয়ে গেছি। তবে এটি একদমই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি মেসি তার সিদ্ধান্ত পাল্টে আবারও ফিরে আসবে।
ব্রাজিলের রোনালদিনহো রোনালদিনহো বলেছেন, আমি সবসময়ই পাশে রয়েছি। আমরা সবাই তাকে মিস করবো। সেই বিশ্বের সেরা ফুটবলার।
ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার দানি আলভেজ বলেন, আমি শেষটা দেখিনি কারণ, দেরি হয়ে গিয়েছিল এবং আমার কাজ ছিল। মেসির মহত্ত্ব কেউ সরিয়ে নিতে পারবে না। তার সমালোচনা করা লোকের সংখ্যা অল্প এবং তাদের গুরুত্ব দেওয়া উচিৎ নয় তার। যারা সম্মান করে অবশ্যই তাকে সেই মানুষদের সঙ্গে থাকতে হবে; যারা তাকে তাচ্ছিল্য করে তাদের সঙ্গে নয়।
ব্রাজিলের নতুন কোচ আদেনর লিওনার্দো বাচ্চি(টিটে) বলেছেন, অবশ্যই তারা (আর্জেন্টিনা) টেকনিক্যাল কিংবা মানসিক ভাবেও এগিয়ে ছিল। কিন্তু ফলাফল নির্ধারণের জন্য অন্য পথ থাকলে ভালো হতে। এটা আসলে কাম্য নয়, দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, (মেসি) যে ভাগ্য বিড়ম্বনার শিকার। শেষটা যার ভুল দিয়ে হয়েছে।
মেসির সমর্থনে তিনি ফুটবল ম্যাচের ফলাফল নির্ধারনের ক্ষেত্রে ব্যবহৃত টাইব্রেকার পদ্ধতিটি বাতিলেরও দাবি জানিয়েছেন।
ব্রাজিলের নামী মডেল সুজি কোর্টেজ বলেছেন, মেসি সৎগুণের মানুষ, বিনয়ী, ভদ্র, যে গুণগুলো ব্রাজিল টিমের অনেকের মধ্যেই পাওয়া যায় না।
মেসির উদ্দেশ্যে তিনি বলেছেন, চলে যেও না লিও। কাম অন বার্সা।
১ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ