শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০৮:২৮:৩২

‘ঢাকায় আক্রান্তদের ঘিরেই যত ধ্যান ও প্রার্থনা’

‘ঢাকায় আক্রান্তদের ঘিরেই  যত ধ্যান ও প্রার্থনা’

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলার ঘটনার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন অনেকেই। ন্যক্কারজনক এমন ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদ্য নিয়োগ পাওয়া কোচ অনিল কুম্বলে।

গুলশান হামলার পর বাংলাদেশকে নিয়ে টুইটারে চালু হওয়া হ্যাশট্যাগে (#Dhaka Attack) এই অনিল কুম্বলে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের আরেকটি কাণ্ডজ্ঞানহীন কারবার। ঢাকা আক্রমণে আক্রান্তদের ঘিরেই রইল যত ধ্যান ও প্রার্থনা।’

এই ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্বই রীতিমতো হতবাক, বিস্মিত। বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

এদিকে, গুলশানে হামলার ঘটনায় ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে ইতালি। উয়েফার কাছে কালো আর্মব্যান্ড পরার অনুরোধ করলে উয়েফাও ইতালিকে সবুজ সংকেত দেয়। বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ফুটবল টিমের ভেরিফাইড টুইটার একাউন্টে লিখেছে, ‘ঢাকা অ্যাটাকে নিহতদের স্মৃতিতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে আজ্জুরিরা।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে গুলশানের ক্যাফে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তারা বেশ কয়েকজন বিদেশি নাগরিককে জিম্মি করে। ওই হামলায় মোট নিহতের সংখ্যা ২৮ জন। এর মধ্যে আজ শনিবার সকালে ২০ বিদেশির লাশ উদ্ধার করা হয়েছে। কমান্ডো অভিযানে নিহত হয়েছেন ৬ জঙ্গি। এ ছাড়া গত রাতে জঙ্গিদের গুলি ও বোমার আঘাতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হন।
২ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে