স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে একমাত্র নাসিরের দুর্দান্ত ক্রিকেট ছাড়া স্বরণীয় তেমন কিছু পায়নি বাংলাদেশ। নাসির হোসেনের একক কীতিত্বে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে জয় পায়।
নাসিরের এই কীর্তির কারণে স্যার ভিভিয়ান রিচার্ডস, গ্রায়েম হিক, পল কলিংউড, শহীদ আফ্রিদি, সৌরভ গাঙ্গুলি, স্কট স্টাইরিস আর আব্দুর রাজ্জাকের মত ক্রিকেটারদের সাথে তুলনায় এসেছেন তিনি।
উইজডেন ইন্ডিয়া এ কিংবদন্তিদের সাথে নাসিরকে তুলনা করে প্রকাশ করে একটি প্রতিবেদন। পরিসংখ্যান ঘেটে উইজডেন জানায়, ১৯৭১ সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নাসিরের মতো অলরাউন্ড পারফর্ম দেখা কষ্টকর।
ভিভিয়ান রিচার্ডস আর ইংল্যান্ডের পল কলিংউড নাসিরের মতো শতকের পাশাপাশি ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। সেদিন প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে অপরাজিত ১০২ ও ৫ উইকেট নিয়েছেন নাসির।
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর