বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২২:১৫

বিপিএলের ৫টি দলের মালিকানা চুড়ান্ত

বিপিএলের ৫টি দলের মালিকানা চুড়ান্ত

স্পোর্টস ডেস্ক : প্রায় আড়াই বছর পর ফের মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-২০ লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আসছে নভেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। এবারে আসরে অংশ নেবে ৬টি দল। মঙ্গলবার বিসিবি সূত্রে জানা যায়, এর মধ্যে ৫ দলে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

সিলেটের মালিকানা পেয়েছে রয়্যাল স্পোর্টিং লিমিটেড। রংপুরের দল আই স্পোর্টস লিমিটেডের। চট্টগ্রামের দল পেয়েছে ডিবিএল গ্রুপ। বরিশালের দল পেয়েছে এক্সিওম গ্রুপ। ঢাকার দলের মালিকানা বেক্সিমকো গ্রুপের।

বিসিবি জানিয়েছে, আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে। এই সপ্তাহের ভেতর সেটি চূড়ান্ত হতে পারে। এর আগে পুরনোদের মধ্যে সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া পরিশোধ করে। ফলে নতুন করে এই দুই দল পুরনো মালিকদের।
 
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে