শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ১১:৫৬:১১

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় সুখবর, যা জানলে খুশি হবেন দেশের ক্রিকেট সমর্থকরাও

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় সুখবর, যা জানলে খুশি হবেন  দেশের ক্রিকেট সমর্থকরাও

স্পোর্টস ডেস্ক : এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিকে বিবেচনা করা হয় অ্যাথলেটদের ক্যারিয়ার বিনাশী ইনজুরি হিসেবে। ফুটবল খেলোয়াড়দের প্রায়ই এই ইনজুরিতে পড়তে দেখা যায়। 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এই ইনজুরিতেই দীর্ঘ এক বছর মাঠের বাইরে কাটিয়ে কিছুদিন আগে মাঠে ফিরেছিলেন। ক্রিকেটারদের এই ইনজুরিতে কমই ভুগতে দেখা যায়। 

যারা এসিএল ইনজুরিতে পড়েন, তারা নিজেদের হতভাগা মনে করতেই পারেন। এমনই এক হতভাগা বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরী। গত বছর এসিএলের ইনজুরিতে পড়ায় খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপে। মাঠের বাইরে থাকা এই পেসারের কথা ভুলতেই চলেছিল দেশের ক্রিকেট সমর্থকরা।

অবশেষে মাঠে ফিরছেন এবাদত হোসেন চৌধুরী। এসিএল ইনজুরিতে দীর্ঘ ১৬ মাস মাঠের বাইরে কাটানো এই টাইগার পেসার নিজেই জানিয়েছেন তার মাঠে ফেরার খবর। শনিবার (৯ নভেম্বর) দীর্ঘ সময় পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে এবাদত হোসেনের।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক থেকে মাঠে ফেরার সুখবর জানান এবাদত। সেই পোস্টে তিনি লিখেছেন, ১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। 

আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/ প্রশিক্ষক ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে