শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪০:২৩

রুনিকে নিয়ে স্মৃতিচারণে রোনালদো

রুনিকে নিয়ে স্মৃতিচারণে রোনালদো

স্পোর্টস ডেস্ক: প্রায় ছ’বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এই জার্সিতেই তাঁর ঝুলিতে এসেছে অজস্র রেকর্ড এবং অবশ্যই জোড়া ব্যালন ডি’অর৷ তবুও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভুলতে পারেন না তিনি৷ একটি সাক্ষাৎকারে ফের স্বদেশে ফেরার আকুলতা প্রকাশ করেন সিআর সেভেন৷ বলে বসলেন তিনি ওয়েন রুনিকে খুব মিস করেন৷ আগামী দিনে আবার তাঁর সঙ্গে খেলতে চান৷

২০০৩-০৯ পর্যন্ত ম্যান ইউ-তে খেলা রোনালদো বলছেন, ইংল্যান্ড টিমের ছোট বাচ্চার মতো ছিল রুনি৷ কিন্তু অসম্ভব শক্তিশালী ছিল৷ আমি ওকে মজা করে পিটবুল বলে ডাকতাম৷ ওর মানসিক ও শারীরিক শক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম৷ অসাধারণ টিমম্যানের পাশাপাশি দুর্দান্ত স্কোরার ছিল ও৷ আমি যখন ম্যান ইউ-তে এসেছিলাম ও আমাকে প্রচুর সাহায্য করেছিল৷ সেটা কোনওদিন ভুলব না৷ আমি আজও মিস করি রুনিকে৷ হযতো আবার আমরা একসঙ্গে খেলব৷
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে