শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৪:৫০

ভারতীয় ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করলেন শচীন

ভারতীয় ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করলেন শচীন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার ইমরান তাহির সম্পর্কে আগে বিরাট কোহলিদের সাবধান করে, পরে ভারতীয় ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করলেন সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার।

মহাত্মা গাঁধী-নেলসন ম্যান্ডেলা সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-২০, পাঁচটি একদিনের ম্যাচ ও চারটে টেস্ট খেলবে ভারতীয়রা।

তার আগেই একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার অনুষ্ঠানে শচীন প্রোটিয়া এই লেগ স্পিনার সম্পর্কে বলেছেন, ইমরান তাহির ভাল বোলার। ওকে ঠিকঠাক খেলতে হবে ওদের। তাহিরকে অগ্রভাগের বোলারদের একজন হিসাবে দেখা যেতে পারে।

ভারতীয়  ক্রিকেটারদের শচীন বলেছেন,  বর্তমান দলটা দারুণ বলে মনে করি আমি।ওদের ট্যালেন্ট আছে।সবাই দায়বদ্ধও।আমি জানি অনেক কথাই বলা হয়ে থাকে ওদের  সম্পর্কে।তবে ক্রিকেটে তো  কোনও শর্টকাট হয় না। আমি জানি ওরা দায়বদ্ধ দল। টি-২০, একদিনের ম্যচ, যে ফর্মাটই হোক, চলতি সিরিজ অত্যন্ত আকর্ষণীয় হবে। তবে অবশ্যই আমি তাকিয়ে থাকব টেস্ট সিরিজের দিকে। দুটো দলেই দারুণ ভারসাম্য আছে।

শচীন আরও বলেছেন, আমি কখনও দক্ষিণ আফ্রিকার এমন কোনও দলের বিরুদ্ধে খেলিনি, যাদের স্রেফ ভাল বলা যায়।ওরা সবসময়ই দারুণ শক্তিশালী ছিল। এখনও তাই। এবি ডি ভিলিয়ার্ল, হাসিম আমলা! ডেল স্টেন, মর্কেলকেও ভুলে গেলে চলবে না।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে