স্পোর্টস ডেস্ক: সিএবি-র সভাপতি আসনে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায় সৌরভের সভাপতি হওয়ার ইঙ্গিত দিয়েই দিয়েছেন৷ সৌরভের প্রশাসনে অভিজ্ঞতা কম৷ এত অল্প অভিজ্ঞতার পরেও কেন সৌরভকে সিএবি-র সভাপতির আসনে বসানো হচ্ছে তা নিয়ে অনেক জল্পনা হচ্ছে৷ অনেকেই অভিযোগ করছেন সিএবি সভাপতি হওয়ার জন্য সৌরভ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু সমালোচকদের এই অভিযোগ একেবারে স্টেপ-আউট করে মাঠের বাইরে পাঠিয়ে দেন মহারাজ৷ তিনি সাফ জানিয়ে দিলেন সিএবি-র সভাপতি হওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হননি৷
এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, সিএবির সভাপতি হওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হইনি৷ বিশ্বরূপ বাবু ও বাবলু বাবু-দের সকলের মত রয়েছে এই বিষয়ে৷ওদের মত নিয়েই আমি সিএবি-র সভাপতি হতে চলেছি৷ পাশাপাশি সৌরভ বলেন, তোরো মাস ধরে প্রশাসনে কাজ করছি৷ তাই কোনও সমস্যা হবে না বলে মনে করছি৷ আমি প্রসাশকের কাজ চালিয়ে যেতে পারব৷
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস