শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৬:৩৬

অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ সফর না করায় বিস্মিত হয়ে যা বললেন বিসিবির কর্তারা

অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ সফর না করায় বিস্মিত হয়ে যা বললেন বিসিবির কর্তারা

স্পোর্টস ডেস্ক: আগামীকাল (রোববার) ঢাকায় পা রাখার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু না, বিশেষ কারণ দেখিয়ে আসছে না টিম অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার বিষয় বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন শান্ত। গত ছয় মাসে বড় ধরনের কোনো রাজনৈতিক সহিংসতাও ঘটেনি। এই সময়ে তাদের এমন একটি সিদ্ধান্তে আমরা বিস্মিত। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার কথা জানিয়ে শনিবার সফর পিছিয়ে দেওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে নতুন অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল অস্ট্রেলিয়া দলের।

শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়, সরকার টেস্ট দলকে বাংলাদেশ পাঠানোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে বোর্ডকে সর্তক করে দেওয়ায় ক্রিকেটারদের দেশ ছাড়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। সরকার আশঙ্কা করছে, বাংলাদেশে জঙ্গী দলগুলো পর্যটকদের ওপর হামলা চালাতে পারে।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, রোববার বাংলাদেশে আসবেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তা শেন ক্যারল। তিনি এসে আলোচনা করার পর অস্ট্রেলিয়ার আসার নতুন তারিখ ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া আসার সময় পেছাচ্ছে কেবল, সফর বাতিল হয়নি।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে