শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫১:৪৮

রক্তমাখা সেই ছবিটি সরিয়ে নেয়ার ব্যাখ্যা দিলেন মুশফিক

রক্তমাখা সেই ছবিটি সরিয়ে নেয়ার ব্যাখ্যা দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মুহুর্তে কোন খেলা না থাকায় জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই নিজের গ্রামে ঈদ করেছেন। সাকিব মাগুরায়, মাশরাফি নড়াইলে আর মুশফিক ঈদ করেছেন বগুড়ায়। বগুড়ায় এবার মুশফিকর তার কোরবানির পশুটি নিজ হাতে জবাই করেছেন। ঈদের দিনে তিনি গরু কুরবানি করছেন, এমন একটা রক্তমাখা ছবি মুশফিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। বিষয়টি বেশ সমালোচনার জন্ম দেয়। পরে মুশফিক ছবিটি সরিয়ে নেন।

শনিবার সন্ধ্যায় মুশফিকুর রহিম ঈদের দিনের দেওয়া কুরবানির ছবিটি সরিয়ে নেওয়ার ব্যাখ্যা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই বিষয়ে একটি লেখা পোস্ট করেন।

পোস্টে মুশফিক লিখেছেন, 'প্রিয় বন্ধুগণ, কাল থেকে অনেকেই বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন এই বলে যে, কেন নির্দিষ্ট একটি ছবি নামিয়ে নিয়েছি। সবার অবগতির জন্য জানাতে চাই, সেই নির্দিষ্ট পোস্ট/ ছবিটি কোন মানুষ, ধর্ম, গোত্র বা জাতিকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আঘাত করতে পোস্ট করা হয়নি। যেহেতু ভক্তদের মাঝে অনেকেই অনেক দেশ, ধর্ম ও জাতির অন্তর্ভুক্ত তাই সবার কথা বিবেচনায় এনে ছবিটি সরিয়ে দেয়া হয়েছে। আশা করছি, সব ধরনের ভুল বোঝাবোঝির অবসান হবে এবং এখানেই এ বিষয়ের আলোচনার সমাপ্তি ঘটবে।'

এছাড়াই তিনি ভক্তদের আবারো ঈদের শুভেচ্ছা জানান। তিনি আরো লিখেন,  'সবাইকে আবারও ঈদ মোবারক। সৃষ্টিকর্তা আমাদের ত্যাগ কবুল করুন। ভালোবাসা ছড়িয়ে পরুক চারদিক। ধন্যবাদ।'
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে