শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৮:১৯

পাকিস্তান সুপার লিগে দল কেনার বিষয়ে মুখ খুললেন শোয়েব

পাকিস্তান সুপার লিগে দল কেনার বিষয়ে মুখ খুললেন শোয়েব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়র লিগ (বিপিএল)-এর আদলে এবার পাকিস্তানও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। পাকিস্তান সুপার লিগ বা পিএসএল নামের ওই টুর্নামেন্টের শুরু দিনক্ষনও প্রায় চূড়ান্ত হয়েছে। আসন্ন এই টুর্নামেন্টে একটি দল কিনতে চেয়ে আলোচনায় এসেছেন পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আকতার। আর আজ তিনি দলটি কেনার সত্যতা স্বীকার করেছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে। আসন্ন টুর্নামেন্টে নিজের কেনা দলে রাওয়ালপিন্ডি এবং ইমলামাবাদের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে জানান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে শোয়েব আখতার বলেন, 'ইসলামাবাদের ফ্র্যাঞ্চাইজি কিনতে পারব বলে আমি আশাবাদী। একরকম নিশ্চিত করে বলতে চাই, ইসলামাবাদের দলটি আমারই হচ্ছে। দলটি নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। সময় হলেই আমার পরিকল্পনাগুলোর বাস্তবায়ন দেখতে পারবেন। এই দলের সকল সদস্য অর্থনৈতিক দিক দিয়ে বেশ ভালো আয় করতে পারবেন বলে আমার বিশ্বাস।'

শোয়েব আখতার আরো বলেন, 'অনেকেই ইসলামাবাদ দলটি কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি আত্মবিশ্বাসী দলটি আমার হবে। কারণ, এ দলটি নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। দেশের ক্রিকেটারদের উৎসাহিত করার মধ্য দিয়ে আমার মতো আরো অনেক শোয়েব আখতার তৈরি করতে চাই। যারা কিনা ঘণ্টায় একশ মাইল বেগে বোলিং করতে পারবে। আমি ও আমার ব্যবসায়িক পার্টনার মিলে সামনে এগোচ্ছি।'
সূত্রঃ দ্যা ন্যাশন
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে