শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৪:৫১

কাল মুমিনুল-নাসিরদের শেষ ম্যাচ

কাল মুমিনুল-নাসিরদের শেষ ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ভারত এ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ভারত সফরে এটিই হবে মুমিনুল-নাসিরদের শেষ ম্যাচ। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

ওয়ানডে সিরিজ দিয়ে ভারত সফর শুরু করে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ভারতীয় এ দলের কাছে ২-১ ব্যবধানে হারে মুমিনুলবাহিনী।
ওয়ানডে সিরিজের পর প্রথম তিন দিনের ম্যাচেও হারের স্বাদ পায় বাংলাদেশ। কর্ণাটকের কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ।

অধিনায়ক মুমিনুল হক ওয়ানডেতে রান না পেলেও তাকে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না। টেস্টের রঙিন অতীত তাকে অজিদের বিপক্ষে খেলতে সাহায্য করবে। নাসির আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামলেও স্মিথদের বিপক্ষে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ছিল। তবে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তার চোখ জুড়ানো কৃতিত্ব সেই প্রশ্নকে দূরে ঠেলে দিয়েছে বলে অনেকে ধারণা করছেন। লিটন দাসের বেলায়ও একই কথা প্রযোজ্য।

জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর পেতে হলে এনামুল হক বিজয় এবং শুভাগত হোমকে শেষ ম্যাচে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে। এনামুল কর্ণাটকের বিপক্ষে বিজয়ে জ্বলে উঠলেও অতিমানবীয় হতে হতে পারেননি। তাই জাতীয় দলে তিনি ব্রাত্যই থাকছেন বলে ধরে নেয়া যায়। আর নাসিরকে হটিয়ে শুভাগতের সুযোগ পাওয়ার ইচ্ছাটা হবে আকাশ-কুসুম। তবে কালকের ম্যাচে ভাল করতে পারলে অন্য কারো বদলে তিনি বিবেচনায় থাকলেও থাকতে পারেন। কেননা শেষ দুই ম্যাচে তিনি মোটামুটি ছন্দে ছিলেন।

অন্যদিকে রুবেল, শফিউল এবং আল-আমিন ভারতে লড়াই চালিয়ে যাচ্ছেন অজিদের বিপক্ষে জাতীয় দলে সুযোগ পেতে। রুবেল এবং শফিউল তিন ওয়ানডেতে মাঠে নামলেও প্রথম তিন দিনের ম্যাচে বিশ্রামে ছিলেন । কাল একাদশে ঢুকতে পারেন।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে