স্পোর্টস ডেস্ক: স্পর্ট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার মোহাম্মদ আসিফ, সালমান বাট ও মোহাম্মদ আমিরের সাজা শেষ হয়েছে। এখন তারার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। তবে দেশের হয়ে আন্তর্জতিক টুর্নামেন্টে অংশ নেয়ার আগে তারা পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে অংশ নেবে এম গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সম্ভবত তারা আসন্ন পিএসএলে খেলার অনুমতি পাবে না।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর দিনক্ষন যখন প্রায় চূড়ান্ত, ঠিক তখনই এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসাবে নিয়োগ পাওয়া দেশটির দুই ক্রিকেট কিংবদন্তী রমিজ রাজা এবং ওয়াসিম আকরাম ওই তিন তারকা ক্রিকেটারকে না খেলানোর পক্ষে মত দিয়েছেন।
রমিজ এ প্রসঙ্গে বলেন, 'এই বিষয়ে আমার মনোভাব কঠিন। তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। ব্যক্তিগতভাবে আমি কখনো তাদের পিএসএলে চাইবো না। এটা এই ইভেন্ট ও পাকিস্তানের ক্রিকেটের জন্য চরম বিপজ্জনক ব্যাপার।'
লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে আসিফ ও সালমান অনুশীলন করেন। এরও বিরুদ্ধে রমিজ রাজা। তিনি বলেছেন, এনসিএতে তারা বিশেষ সুবিধা পাচ্ছে। তরুণ খেলোয়াড়দের সাথে অনুশীলন করতে দেয়া হচ্ছে তাদের। পরিচ্ছন্ন পোষাক পাচ্ছে। একাডেমির খাবার খাচ্ছে। এটাও অগ্রহনযোগ্য।
পিএসএল আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্টিত হবে। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজের ভয়, এই তিন খেলোয়াড়কে সুযোগ দিলে তা টুর্নামেন্টে নেতিবাচক প্রভাব ফেলবে। যেখানে খেলবেন কেভিন পিটারসেন, সাকিব আল হাসান, ক্রিস গেইলদের মতো আন্তর্জাতিক খেলোয়াড় সেখানে কলঙ্কিত ওই তিন ক্রিকেটারকে না খেলানোই উচিত বলে মনে করেন তিনি।
সূত্রঃ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ