রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৩:১২

ভারতকে হারাতে সঠিক পরিকল্পনা জরুরি : ডুমিনি

ভারতকে হারাতে সঠিক পরিকল্পনা জরুরি : ডুমিনি

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে ভারতকে হারাতে হলে তাদের যথেষ্ট ভাল ক্রিকেট খেলতে হবে, এমনই মনে করেন জেপি ডুমিনির৷‌ একই সঙ্গে জানাচ্ছেন, ভারতের স্পিনারদের সামলানোটাই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ৷‌

তিনি বলছেন, ‘আমাদের বিরুদ্ধে খেলার জন্য ভারত যে দল ঘোষণা করেছে, তাতে স্পিনারদের সংখ্যা বেশি৷‌ পিচ তৈরি করার ক্ষেত্রে এটা নিশ্চিত ভাবেই বড় ভূমিকা নেবে৷‌ টি টোয়েন্টি সিরিজ থেকেই হয়ত আমাদের স্পিনসহায়ক উইকেটে খেলতে হবে৷‌’ ভারতকে হারাতে সঠিক পরিকল্পনা খুব জরুরি, জানাতে ভোলেননি ডুমিনি৷‌

দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতা থেকে বলেন, ‘ভারতের কিছু মাঠ, বিশ্বের অন্যান্য মাঠের তুলনায় আকারে ছোট৷‌ টি টোয়েন্টি ম্যাচে যা বিরাট পার্থক্য গড়ে দিতে পারে৷‌ এই বিষয়টা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা সাজাতে হবে৷‌ ব্যাটিং, বোলিং দু’ক্ষেত্রেই৷‌ ভারতের পিচ সাধারণত ব্যাটিংসহায়ক হয়৷‌ আইপিএলে বেশিরভাগ ম্যাচেই বড় রান ওঠে৷‌’

সম্প্রতি বাবা হয়েছেন৷‌ মাঠের বাইরের জীবন নিয়ে ডুমিনি বলছেন, ‘গত কয়েক মাস বউ এবং বাচ্চার সঙ্গে দারুণ সময় কাটিয়েছি৷‌ সন্তান জন্মানোর পর আমার জীবন অনেকটাই বদলে গিয়েছে৷‌ তবে এবার কাজে মন দিতে হবে৷‌ ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি৷‌ এই সিরিজটা আমাদের দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷‌’

২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে