রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩০:২৪

নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আদালত

নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আদালত

স্পোর্টস ডেস্ক : কর ফাঁকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে৷ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রাজিলের এক আদালত৷ বাংলাদেশী মুদ্রায় এই সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা। বিচারক কার্লোস মাতা এমন মারাত্মক অভিযোগ করে শাস্তি দেওয়ার পরও ছেলের কোনও দোষ নেই, বলছেন নেইমারের বাবা-মা।

তাদের দাবি, বিচারক বুঝতেই পারেননি তাদের ছেলের সম্পত্তির পরিমাণ৷ নেইমারের অভিভাবকরা জানিয়েছেন, ‘ছেলে একেবারেই কর ফাঁকি দেয়নি৷ এমন কোনও ইচ্ছেও ওর ছিল না৷ আমাদের কোম্পানিও এমন কাজে জড়িত নয়৷ আসলে, বিচারক বুঝতেই পারেননি, নেইমারের সঠিক সম্পত্তির পরিমাণ কত৷ যার জেরেই এমন রায় দিয়ে বসেছেন তিনি৷’

নেইমার নিজে অবশ্য এ–সব নিয়ে চিন্তিত নন। তার চিন্তা ফ্রিকিক। বলেন, ‘আমি বার্সিলোনা আর ব্রাজিলের হয়ে লক্ষ লক্ষ ফ্রিকিক প্র্যাকটিস করছি। সবসময় এই জায়গাটায় উন্নতি করার চেষ্টা করছি, যাতে যখনই সুযোগ আসবে, যেন তৈরি থাকি। আপাতত মেসি নিচ্ছে। আমরা সবাই জানি, ফ্রিকিকে মেসি সেরা। ও যখনই আমাকে সুযোগ করে দেবে, আমি তৈরি। কিন্তু এখন ওই মারবে। ফ্রিকিক থেকে প্রচুর গোল করে বার্সাকে জিতিয়েছে।

২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে