রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৩:২৯

বাংলাদেশ-ভারতের লড়াইয়ে ৪ উইকেট নেই ২ রানে!

বাংলাদেশ-ভারতের লড়াইয়ে ৪ উইকেট নেই ২ রানে!

স্পোর্টস ডেস্ক : ভারত ও বাংলাদেশের মধ্যেকার শেষ ম্যাচ শুরু হয় ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে। এদিন টস জেতে ভারত। দুই দেশের ব্যাটিং-বোলিংয়ের চিত্র দেখে অবাক হতে হবে সবাইকে।

বাংলাদেশ-ভারতের মুখোমুখি লড়াইয়ের শুরুতেই দেখা যায় ৪ উইকেট নেই ২ রানে! একটি পক্ষ যখন উড়ন্ত তখন অপর পক্ষ কলঙ্কের তিলক একই সাথে আঁকছে দেশ ও নিজের কপালে!

সৌম্য সরকারকে নিয়ে কতই না গর্ব। এই সৌম্য এতটা পরাস্ত হন কিভাবে? সৌম্য কি ক্রিকেট ভুলে গেছে! এর উচিৎ জবাবটা হয়তো বিসিবিই দেবে।

বাংলাদেশের ক্রিকেটের ক্ষুদ্র ইতিহাসে দেখা যায় দল থেকে একবার বাদ দেয়া হলে তার দলে ফিরে আসা এতটা সহজ নয়। ওই কীর্তির নায়করা হলেন, সৌম্য, বিজয়, লিটন ও মুমিনুল। ২টি রান আসে অধিনায়ক সাহেবের ব্যাটে।

ত্রিপল জিরোর ভিলেন হন অপর তিনজন। তবে একটি কথা উল্লেখ করতেই হয় সেটি হলো নাসিরের কথা। এই রিপোর্ট খেলার সময় ১৭ বলে ২৪ রান করে বেশ ছন্দে ব্যাট করছেন নাসির।
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে