রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩০:৩৩

ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতিতে নতুন মোড়!

 ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতিতে নতুন মোড়!

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে পৃথিবীকে চিরবিদায় জানান ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া। ডালমিয়ার মৃত্যুর পর বোর্ডের সভাপতি কে হচ্ছেন? এই নিয়ে এরই মধ্যে হয়ে যায় অনেক কিছু।

সৌরভ গাঙ্গুলির মত অনুজরাও আসেন আলোচনায়। রাজনীতির নানা চাল ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচন করা নিয়ে।

শারদ পাওয়ার বোর্ড সভাপতি হওয়ার জন্য যখন বেশ এগিয়ে। তখন এ পদের দৌঁড়ে এবার ঢুকে পড়লেন শশাঙ্ক মনোহরও। আইসিসির দায়িত্বে থাকা শ্রীনিবাসনের সাথে সম্প্রতি দেখা করেন শারদ পাওয়ার।

এতেই মনোহরের দিকে ঝুকছে অনেকে। রাজীব শুক্লাও চাচ্ছেন তার প্রভাবকে ব্যবহার করে বিসিসিআইয়ের প্রধান হতে। শ্রীনি আইসিসিতে শক্তিশালীভাবে থাকার জন্য শারদকে সমর্থন দিচ্ছেন।

এক কথায় রাজনীতির তুরুপের দাসের মধ্যেই গড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসার প্রসঙ্গ।
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে