রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৫:২১

ভারতের বিপক্ষে সাব্বিরের ঝড়ো সেঞ্চুরিতে বেদনার উল্লাস!

ভারতের বিপক্ষে সাব্বিরের ঝড়ো সেঞ্চুরিতে বেদনার উল্লাস!

স্পোর্টস ডেস্ক : দিনটিই যেন বাংলাদেশের মারকুটে ক্রিকেটার সাব্বির রহমানের। ভারতের চেন্নাস্বামী স্টেডিয়ামে তার ব্যাট থেকে আসে অসাধারণ ইনিংস।

বাংলাদেশের অন্যসব ব্যাটসম্যান যখন ব্যর্থ তখন যেন নিজেই পুরো দায়িত্ব নেন কাঁধে। ভারতের বিপক্ষে নাসির হোসেন এর আগে ১০২ রান করে অপরাজিত থাকেন।

সাব্বির রহমান এরই মধ্যে নাসিরের ইনিংসকে ছাড়িয়ে গেছেন। সাব্বির ১২২ রানে অপরাজিত থাকেন। সাব্বির নাসির ও শুভাগতের সঙ্গ পান।

বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা সবাই অলআউট হলেও অপরাজিত থেকে প্যাবিলিয়নে ফিরে আসেন সাব্বির রুম্মান। এদিন মাত্র ৩ জন বাংলাদেশের ক্রিকেটার রান পেয়েছেন।

সাব্বির ১২২, শুভাগত ৬২ ও নাসির ৩২। মোট সংগ্রহ দাঁড়ায় ২২৮। এছাড়া মুমিনুল ২ ও সজীব ৪ রান করেছেন। অন্যরা কেউ রানের খাতাই খুলতে পারেননি।

সাব্বিরের অপরাজিত ওই ইনিংসে ছিল ২৩ টি চার ও ১টি ছয়ের মার। ভারতের বিপক্ষে সাব্বিরের ঝড়ো সেঞ্চুরিতেও এখন বেদনার উল্লাস টাইগার শিবিরে!
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে