স্পোর্টস ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সফর পরিস্থিতি নিয়ে আপডেট দেওয়া হয়েছে। বাংলাদেশ সফর বাতিল করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রক্ষা করছেন তারা। বাংলাদেশের পরিস্থিতি জানার জন্য অজি নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারোল এখন বাংলাদেশে। সোমবার পরিষ্কার ছবি পাওয়া যাবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড রোববার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের অবস্থান হলো আমরা পরিকল্পনা অনুযায়ী সফর করতে চাই। এই পরিস্থিতিটা হঠাৎ চলে এলো। আমাদের সেই অনুযায়ী কাজ করতে হচ্ছে। আমাদের ইচ্ছা সফরটা চালু রাখা। কিন্তু খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারটি সবার আগে।
বাংলাদেশ সফর বাতিল করার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রক্ষা করছেন তারা। তিনি বলেছেন তাদের নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারোল এখন বাংলাদেশে। সোমবার পরিষ্কার ছবি পাওয়া যাবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড ও অধিনায়ক স্টিভেন স্মিথ মনে করেন বাংলাদেশে তাদের টেস্ট সফরটা হবে। হাওয়ার্ড বলেছেন, আমি অধিনায়ক ও কোচ (ড্যারেন লেম্যান) ও খেলোয়াড়দের সাথে ক'দিন ধরে কথা বলছি। স্মিথ আশাবাদি।
তিনি আরও বলেছেন, আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলার প্রস্তুতি আছে। আমাদের সামনে দীর্ঘ গ্রীষ্ম। অনেক ক্রিকেট খেলতে হবে। তবে এখন ছেলেরা বাংলাদেশের প্রস্তুতি নিয়েই আছে।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস