রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৮:৫১

বয়কট করার ইস্যুতে পাকিস্তানকে পাল্টা হুমকি দিয়েছে ভারত

বয়কট করার ইস্যুতে পাকিস্তানকে পাল্টা হুমকি দিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক : পিসিবি চেয়ারম্যানের হুমকির উত্তরে আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, আইসিসি ইভেন্টগুলিতে ভারতকে বয়কট করলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে পাক ক্রিকেট বোর্ডকে৷

বয়কটের পাল্টা বয়কট৷ হুমকির পাল্টা হুঁশিয়ারি৷ ভারত-পাকিস্তান ক্রিকেট তরজায় এবার শাহরিয়র খানের পাল্টা রাজীব শুক্ল৷ আইপিএল চেয়ারম্যান এদিন স্পষ্ট ভাষায় বলেছেন, পাক ক্রিকেট বোর্ড যদি আইসিসির টুর্নামেন্টে ভারতকে বয়কট করে, তাহলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে তাদের৷

শুক্রবার পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ডিসেম্বরে ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সম্মত না হলে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যাবতীয় ইভেন্টেও ভারতকে বয়কট করবে তারা৷

গত শনিবার আইপিএল চেয়ারম্যানের পাল্টা প্রশ্ন, শাহরিয়র খান কি বিসিসিআইকে হুমকি দিচ্ছেন, না কি হুঁশিয়ারি দিচ্ছেন আইসিসিকে? আইসিসি-র নিয়ম মেনে চলতে বাধ্য পাক ক্রিকেট বোর্ড৷ আইসিসির কোনও ইভেন্টে তারা যদি ভারতকে বয়কট করে, তাহলে বিপুল অর্থ জরিমানা দিতে হবে তাদের৷

পাশাপাশি, শুক্ল আরও বলেন, নিরাপত্তার অভাবের কারণে কোনও দেশই পাকিস্তানে খেলতে যেতে চায় না৷ পাক ক্রিকেট বোর্ডের উদ্দেশে তিনি বললেন, পিসিবি-র উদ্দেশ্যে আমার আবেদন, পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করুন তাঁরা৷

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কথা তো বাদই দিন, বাংলাদেশ পর্যন্ত ওদেশে খেলতে যেতে চায় না৷ পাশাপাশি, ডিসেম্বরে ভারত-পাক সিরিজের সম্ভাবনা কার্যত উড়িয়েই দিয়েছেন তিনি৷

শাহরিয়ার খানের হুমকির প্রেক্ষিতে রাজীব শুক্লর পাল্টা উত্তর ভারত-পাক ক্রিকেট তরজায় নতুন করে ঘি ঢালল বলেই অভিমত ক্রিকেটমহলের৷-আনন্দবাজার
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে