রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৯:৫৫

পিসিবির চেয়ারম্যানকে পাল্টা জবাব দিল ভারত

পিসিবির চেয়ারম্যানকে পাল্টা জবাব দিল ভারত

স্পোর্টস ডেস্ক: ভারতের সঙ্গে তাদের মৌসুমের-চুক্তি আছে৷ ভারত যদি দ্বি-পাক্ষিক সিরিজ না খেলে তাহলে আইসিসি বা এসিসির কোনও টুর্নামেন্টেই আর ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান ক্রিকেট দল৷ সম্প্রতি এমন হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান৷ কিন্তু সেই বয়কটের পাল্টা বয়কট করল ভারতীয় বোর্ড৷ পাল্টা আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা হুমকির সুরে বলেন যদি পাকিস্তান আইসিসি বা এসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলের সঙ্গে না খেলে তাহলে তাদেরকেই ভুগতে হবে।

আইপিএলের এই চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন, পাক ক্রিকেট বোর্ড যদি আইসিসির টুর্নামেন্টে ভারতকে বয়কট করে, তাহলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে তাদের৷ পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ডিসেম্বরে ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সম্মত না হলে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যাবতীয় টুর্ণামেন্টও ভারতকে বয়কট করবে তারা৷

আইপিএল চেয়ারম্যানের পাল্টা প্রশ্ন, শাহরিয়র খান কি বিসিসিআইকে হুমকি দিচ্ছেন, না কি হুঁশিয়ারি দিচ্ছেন আইসিসিকে? আইসিসি-র নিয়ম মেনে চলতে বাধ্য পাক ক্রিকেট বোর্ড৷ আইসিসির কোনও টুর্ণামেন্ট তারা যদি ভারতকে বয়কট করে, তাহলে বিপুল অর্থ জরিমানা দিতে হবে তাদের৷ পাশাপাশি, শুক্ল আরও বলেন, নিরাপত্তার অভাবের কারণে কোনও দেশই পাকিস্তানে খেলতে যেতে চায় না৷ পাক ক্রিকেট বোর্ডের উদ্দেশে তিনি বললেন, পিসিবি-র উদ্দেশ্যে আমার আবেদন, পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করুন তাঁরা৷
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে