রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৮:০০

মহৎ উদ্যোগে শরিক হলেন উসাইন বোল্ট

 মহৎ উদ্যোগে শরিক হলেন উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক: তার নামের সাথে লেগে আছে পৃথিবীর সর্বকালের দ্রুততম মানবের তকমা। অ্যাথলেটিকসে যে কয়েকজন দৌঁড়বিদকে এখন পর্যন্ত ড্রাগের মরণ ছোবল কুপোকাত করতে পারেনি তিনি তাদেরই একজন। খেলার মাঠে তিনি যেমন ক্লিন ইমেজের অধিকারী। ঠিক তেমনি মাঠের বাহিরেও।

বলছি উসাইন বোল্টের কথা। জামাইকাই জন্মগ্রহনকারী এ দৌঁড়বিদ সবসময়ই উন্নতিতে কিছু না কিছু চাপ রেখেই যাচ্ছেন। এই তো কিছু দিন আগে তিনি তার বাল্যকালের প্রতিষ্ঠানে আর্থিক অনুধান দিলেন স্কুলটির কাঠামোগত উন্নয়ণের জন্য।

তাছাড়া তার আর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি সর্বদা চেয়েছেন অ্যাথলেটিকের উন্নতির সাহায্যে এগিয়ে আসতে। তাইতো আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উসাইন বোল্ট।

‘অ্যাথলেটিক্স ফর আ বেটার ওয়ার্ল্ড’-এর অংশ হল তার ফাউন্ডেশন। এই প্রোগ্রামের অংশ হিসেবে সারা বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হবে বোল্টের ফাউন্ডেশন।

এ প্রসঙ্গে বোল্ট বলেছেন, ‘এমন কাজের সঙ্গে জড়িত হতে পেরে আমি গর্বিত। আমার ফাউন্ডেশন তৈরি হওয়ার পর থেকে চেয়েছি, ছোট ছোট ছেলেমেয়েদের অনুপ্রাণিত করতে৷ ছোট ছোট ছেলে-মেয়েরা যা হতে চায় জীবনে, সেই স্বপ্ন ওদের পূরণ হোক আমরা চাই। এর সঙ্গে যুক্ত হয়ে আরও ভাল করে আমরা কাজ করতে চাই। বিশ্বাস করি, সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসাটা জরুরি।’
২৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে