স্পোর্টস ডেস্ক: ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে পিঠিপিঠি দুই ভাইয়ের উইকেট শিকারে কাহিল নর্দাম্পটনশায়ার ব্যাটসম্যানরা। নর্দাম্পটনশায়ার বিপক্ষে সারের হয়ে খেলেন টম কারান এবং স্যাম কারান পিঠাপিঠি এই দুই ভাই। গতকাল তাদের উইকেট কাড়াকাড়ি থেকে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় নর্দাম্পটনশায়ার দল।
বড় ভাই টমের বয়স ২০ বছর, ছোট স্যামের বয়স মাত্র ১৭। দুজনই পেস বোলার। টম বল করেন ডান হাতে আর স্যাম হলো বাম হাতি। সারের বোলিংয়ের নেতৃত্ব এবার এই দুই ভাইয়ের হাতে। দুই ভাই মিলে উইকেট শিকার করে নিয়েছেন ১০টি।
বড় ভাই হিসেবে টম ভাগে একটু বেশি পেয়েছেন। ৩৫ রানের বিনিময়ে সাত উইকেট তার, আর স্যাম তিন উইকেট পেয়েছে ৪৬ রানের বিনিময়ে। তাদের বাবা কেভিন কারানও ছিলেন একজন নামকরা ক্রিকেটার। মজার ব্যাপার হলো এমন এক রেকর্ডের জন্য বাবার দলকেই বেছে নিলেন দুই ভাই।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস