স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরটিকে গত দুই আসরের চাইতে কিছুটা প্রাণচঞ্চল করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল আরো একটি দল বাড়াতে। আর তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল রাজশাহীর একটি দল। কিন্তু অবশেষে বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আগের ন্যায় ছয়টি দল নিয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মূলত তারা চাচ্ছে চলতি আসরটা গত বারের নিয়মেই চালাতে।
রোববার দুপুরে মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানান বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘কয়েকদিন আগে রাজশাহীর নামে দল নিতে একটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। রোববার বোর্ড প্রেসিডেন্টসহ বিপিএল গভর্নিং কাউন্সিলের ৮-৯ জন বসেছিলাম আমরা। এবারের বিপিএল আমরা ছয়টা দলের মধ্যেই রাখছি। আগামী আসরে হয়তো আমরা রাজশাহীকে যুক্ত করবো।’
বিপিএল এর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হচ্ছে:
মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আলিফ গ্রুপ।
২৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু