বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৪:১৫:৪৩

গুলশান থেকে টাইগার সাকিবের অবৈধ রেস্টুরেন্টটি উচ্ছেদ করে দেবে রাজউক

গুলশান থেকে টাইগার সাকিবের অবৈধ রেস্টুরেন্টটি উচ্ছেদ করে দেবে রাজউক

স্পোর্টস ডেস্ক: অবৈধ তালিকায় সাকিব আল হাসানের রেস্টুরেন্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কূটনৈতিক জোন-খ্যাত গুলশান-বনানী-বারিধারা থেকে ৩৪২টি অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ করবে।  

হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজউক। আর এ অবৈধ তালিকায় রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব’সও। সুতরাং অচিরেই বন্ধ হচ্ছে রেস্টুরেন্টটি।

রাজউকের তালিকা অনুযায়ী, গুলশান-বনানী-বারিধারায় অবৈধভাবে ৩৪২টি রেস্টুরেন্ট আছে। এগুলোর মধ্যে গুলশানে আছে ১৯৩টি, বনানীতে ১৩৯টি, বারিধারা এলাকায় ১০টি রেস্টুরেন্ট রয়েছে।

উল্লেখ্য, জঙ্গি হামলা থেকে রক্ষা পেতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যেই মালিকদের চিঠি দেয়া হচ্ছে।

দ্রুততম সময়ে প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে