বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৫:২৫:২৬

‘ক্রিকেটারদের সম্মান করতে জানে বাংলাদেশিরা’

‘ক্রিকেটারদের সম্মান করতে জানে বাংলাদেশিরা’

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেটাররা তো নিরাপত্তা পাবে। অন্যান্য দলকে যেমন নিরাপত্তা দেয়া হয় সেটা তারা পাবে। এখানে সবাই ক্রিকেট পছন্দ করে। সব জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা হয়। আমি মনে করি, বাংলাদেশের মানুষ জানে কিভাবে ক্রিকেটারদের সম্মান করতে হয়। ও জায়গাটা বাংলাদেশের মানুষের মাঝে আছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের খেলতে আসার ব্যাপারে আশাবাদী টাইগারদের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এসব কথা বলেছেন।

মাশরাফি আরও বলেছেন, আমরা সবাই আশাবাদী। এখনো তিন মাস বাকি। সবচেয়ে বড় ব্যপার হলো, এখানেই তো শেষ নয়। সবারই উচিত ফিটনেস ধরে রাখা। আমাদের উচিত ফিটনেস ধরে রাখা। খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক পর্যায়ের কোনো খেলা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ছয় মাস বিরতির পর অক্টোবরে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা। কিন্তু বহু অপেক্ষার এই সিরিজই পড়ে গেছে অনিশ্চয়তায়।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড নতুন করে ভাবতে শুরু করেছে। উদ্বেগের কথাও জানিয়েছে তারা। যদিও এখন পর্যান্ত কোনো নেতিবাচক খবর আসেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছ থেকে (ইসিবি)। বরং কয়েকদিন আগে বিসিবিকে পাঠানো ইসিবির মেইলে সফরের ব্যাপারে ইতিবাচক তথ্যই মিলেছে।
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে