বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৫:২৬:৩৯

মেসি সতীর্থ গাইতান খেলবেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে

মেসি সতীর্থ গাইতান খেলবেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে

স্পোর্টস ডেস্ক: সুপারস্টার লিওনেল মেসির অনুপস্থিতিতে  আর্জেন্টিনার জার্সি গায়ে নিকোলাস গাইতান নজর কাড়েন চিলির বিপক্ষে ম্যাচে। কোপা আমেরিকা সেন্টেনারিও আসরে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় কুড়ায় আর্জেন্টিনা।

ইনজুরির কারণে ওই ম্যাচে আর্জেন্টিনা দলের বাইরে কাটে মেসির। আর মেসির জায়গায় একাদশে সুযোগ নিয়ে যথারীতি নৈপুণ্য দেখান গাইতান। আসরে টানা দুই  ম্যাচে তার পাসে গোল পায় আর্জেন্টিনা। পেশাদার ফুটবলে আর্জেন্টাইন এ মিডফিল্ডারকে আসন্ন মৌসুমে দেখা যাবে অ্যাটলেটিকো মাদ্রিদে।

পর্তুগালের বেনফিকা থেকে ২১ মিলিয়ন পাউন্ডে মাদ্রিদে পাড়ি দিলেন তিনি।  মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের  ভিসেন্তে কালদেরন মাঠে সমর্থকদরে সামনে হাজির হন নিকোলাস গাইতান। আর্জেন্টাইন তারকা গাইতান বলেন, আমার প্রতি অ্যাটলেটিকোর আগ্রহের কথা আগেই জেনেছিলাম আমি।

জাতীয় দলের সতীর্থদের সঙ্গেও আমি এ নিয়ে কথা বলেছি। যে কারণে আজ আমি এখানে। বেনফিকার হয়ে টানা ৬ বছরের ক্যারিয়ারে ভিন্ন ১০টি শিরোপার স্বাদ নেন ২৮ বছরের গাইতান। পর্তুগিজ দলটির জার্সি গায়ে ২৫২ ম্যাচে ৪১ গোল রয়েছে তার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে ইতিমধ্যে তিনি খেলে নিয়েছেন ১৫ ম্যাচ।

গেল মৌসুমে স্প্যানিশ লা লিগার শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পেছনে তৃতীয় স্থান অর্জন করে কোচ দিয়েগো সিমিয়নির অ্যাটলেটিকো। আর্জেন্টাইন এ কোচ সিমিয়নের অধীনে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ পৌঁছে সর্বশেষ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও। তবে মাদ্রিদ ডার্বিতে ফাইনালে রিয়ালের কাছে টাইব্রেকারে হার দেখে তারা।
২০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে