বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৬:০৩:৪৬

‘সিনিয়রদের থেকে শিখতে হবে জুনিয়রদের’

‘সিনিয়রদের থেকে শিখতে হবে জুনিয়রদের’

স্পোর্টস ডেস্ক : কন্ডিশনিং ক্যাম্পে সিনিয়রদের অনেক কিছু করার আছে। যেমন মুশফিক, রিয়াদ, তামিম, যারা এই ক্যাম্পে রয়েছে। তাদের মধ্যে শাহরিয়ার নাফীস, রকিবুল, ওরা সবাই ফিট। ওদেরকে আলাদা করে কিছু বলার নেই। আমি মনে করি তরুণরা সিনিয়র ফিট ক্রিকেটারদের কাছ থেকে  গাইডলাইনটা নিক। আর এটা তো দেখানোর জন্য একরকম কাজও করা হয়ে যায়।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্থানীয় ট্রেনারদের অধীনে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড নিয়ে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ।

ক্যাম্পের শুরুতে বিদেশি ট্রেনার মারিও ভিল্লাভারায়নের থাকার কথা ছিল। কিন্ত ব্যক্তিগত কারণে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে থাকতে পারছেন না বিদেশি ট্রেনার। তবে তার অনুপস্থিতিতে এ ক্যাম্পে কোনো প্রভাব পড়বে না। বরং ক্যাম্পে থাকা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে জুনিয়র ক্রিকেটারদের শেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার ক্রিকেটারদের মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ জন। মারিওর পরিবর্তে দেশি ট্রেনার থাকায় ক্যাম্প ভালোভাবেই চলবে বলে মনে করেন মাশরাফি।
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে