বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৬:২০:৫৩

নিজের দেশকে হারানোর জন্য প্রতিপক্ষের হয়ে কাজ করতে হচ্ছে এক ক্রিকেটারকে

নিজের দেশকে হারানোর জন্য প্রতিপক্ষের হয়ে কাজ করতে হচ্ছে এক ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭৫ রানে হেরেছে ইংল্যান্ড। লর্ডসে পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহের হাতে ১০টি উইকেট তুলে দিতে হয়েছিল ইংলিশদের। সেই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার এক পাকিস্তানীকেই ব্যবহার করছে ইংল্যান্ড।

কিংবদন্তি পাকিস্তানি স্পিনার সাকলায়েন মুশতাকের সঙ্গে ইংল্যান্ডের চুক্তি হয়েছিল দুমাস আগেই। কিন্তু লর্ডসে মিসবাহ উল হকদের বিপক্ষে প্রথম টেস্টের আগে ইংলিশদের সঙ্গে যোগ দিতে পারেন নি তিনি। দ্বিতীয় টেস্টের আগে তারা মুশতাকের পরামর্শ নিয়েই পাকিস্তানের বিপক্ষে লড়তে নামতে চায়।

লর্ডস টেস্টের আগেই ইংল্যান্ড দলের সঙ্গে দশদিন কাজ করার কথা ছিল সাকলায়েনের। তবে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে নি। ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে পরবর্তী টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। থাকবেন ঐ ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে দীর্ঘ ২০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় পাকিস্তান। মূলত ইয়াসির শাহ'র স্পিনে ব্যাটিং লাইন ধ্বসে পড়ার কারণে এই পরাজয় বরণ করতে হয় তাদের। সেই সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে