বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৬:৪৩:৩৪

বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট সৌরভ!

বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট সৌরভ!

স্পোর্টস ডেস্ক : সুপ্রিম কোর্ট লোধা কমিটির সুপারিশ মেনে নেওয়ার পরেই বোর্ড রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। লোধার এই নিয়মের গেরোয় অনেক নামী-ভারী নাম গদি হারাবেন। আবার উঠে আসবে আসবে অনেক নতুন মুখ। বিসিসিআইয়ের অনেক উত্থান-পতনের সাক্ষী হতে চলেছে আম জনতা। এই পরিস্থিতিতে যিনি প্রবলভাবে বোর্ডের মসনদ দখলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভবনা, তিনি সৌরভ গাঙ্গুলী।

ক্রিকেট মহলের ধারনা সিএবি সভাপতি বিসিসিআইয়ের বড় পদ পেতে চলছেন। এমনকি বিসিসিআই প্রেসিডেন্টের পদও পেতে পারেন।

বিসিসিআইয়ের বর্তমান পরিকাঠামোর সবচেয়ে যার আসন টলে যাওয়ার সম্ভবনা তিনি বোর্ড সচিব অজয় শিরকে। মহারাষ্ট্রেই রয়েছে তিনটি ক্রিকেট সংস্থা। মুম্বই, মহারাষ্ট্র ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ লোধা কমিটির সুপারিশ কার্যকর হলে রোটেশন পদ্ধতিতে তিনটির মধ্যে একটি ক্রিকেট অ্যাসোসিয়েশন ভোটাধিকার পাবে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটাধিকার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। শিরকের ফেরার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ।

শরদ পওয়ার ( বয়স ৭৫ বছর ), নারায়ণস্বামী শ্রীনিবাসনের( বয়স ৭১) বয়স বেশি হওয়ার জন্য বোর্ডের প্রশাসনে কোনও জায়গা নেই। এই পরিস্থিতিতে বোর্ড-রাজনীতির দৌড়ে এগিয়ে রয়েছেন দু’জন। একজন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী। অন্যজন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্ল। ক্রিকেট প্রশাসনে ন’ বছরের মেয়াদ পূর্ণ হতে দু’জনেরই বাকি অনেকদিন। সেক্ষেত্রে সৌরভের বড় সুযোগ চলে আসতে পারে।-কলকাতা২৪×৭
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে