বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৭:১৪:৪০

নিজের হারিয়ে যাওয়া ব্যাটিং কারিশমা ফিরিয়ে আনতে মরিয়া সৌম্য সরকার

নিজের হারিয়ে যাওয়া ব্যাটিং কারিশমা ফিরিয়ে আনতে মরিয়া সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: নিজের হারিয়ে যাওয়া ব্যাটিং কারিশার ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।

জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে গণমাধ্যমের কাছে এমনটাই জানালেন তিনি। তার মতে ব্যাটসম্যানদের স্কিলের পাশাপাশি ফিটনেসেও রাখতে হবে বাড়তি নজর। আর ঘরের মাঠের সুবিধা থাকলেও ইংল্যান্ডকে যথেষ্ট সমীহ করছেন এই স্টাইলিশ ওপেনার।

বাংলাদেশের উদ্বোধনী জুটিতে তামিম ইকবালকে সঙ্গ দেয়ার মত কাউকে পাওয়া যাচ্ছিল না বহুদিন। সেখানে সৌম্য সরকারের আবির্ভাব যেন এক আশ্চর্য প্রদীপ।

২০১৫ বিশ্বকাপে অজি কন্ডিশনে মন কেড়েছেন দেশি বিদেশী ক্রীড়া বিশেষজ্ঞদের। এরপর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন অপ্রতিরোধ্য সৌম্য। তবে বিপিএল থেকে যেন সরকার ২২ গজে তার কর্তৃত্ব। সে আক্ষেপ ঝড়লো তার কণ্ঠে।

তিনি বলেন, 'এতদিন স্কিল নিয়ে কাজ করেছি। কিন্তু তেমন সফল হতে পারিনি। এখন ফিটনেস নিয়ে কাজ করে দেখি কিছু করা যায় কিনা।'

ব্যাটিংয়ে কোনটা বেশি জরুরি? দক্ষতা নাকি ফিটনেস? উত্তর বিতর্কের দাবিদার। তবে সৌম্যের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই কারো মনে। তবে কি ফিটনেসেই গলদ?

তিনি বলেন, ' ফিট থাকলে যে কোন শট খুব সহজেই খেলা যায়।' বহুদিন আন্তর্জাতিক ক্রিকেটে নেই টিম বাংলাদেশ। পরবর্তী সিরিজের প্রতিপক্ষ ইংল্যান্ডকেও তাই যথেষ্ট সমীহ করছেন সৌম্য।

সৌম্য বলেন, ' ইংল্যান্ড অবশ্যই বড় দল। আমরা তাদের সমীহ করি। কিন্তু ঘরের মাঠে আমরা চাই তাদের মোকাবেলা করতে।'
গেল বছরের জুন জুলাইয়ের পর আর ওয়ানডে কিংবা টেস্ট খেলা হয়নি বাংলাদেশের।

২০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে