বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৯:২২:০০

‘ব্যালন ডি’অর পাওয়া উচিত রোনালদোরই’

‘ব্যালন ডি’অর পাওয়া উচিত রোনালদোরই’

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমি ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলেছি, যা ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল। সে সত্যিকারের এক নেতা এবং রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য এবার ব্যালন ডি’অর জেতার যোগ্য সে। যদিও সে ফাইনালে (ইউরোর) শেষ বাঁশির সময় মাঠে ছিল না, তারপরও মূলত তার কারণেই তারা এত দূর গিয়েছিল।

রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে চেলসির সাবেক তারকা ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা এসব কথা বলেছেন।

গতবার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে দীর্ঘদিনের প্রতিপক্ষ লিওনেল মেসির পিছনে থেকে দ্বিতীয় হন রোনালদো। গত মে মাসে রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রোনালদো। ১০ জুলাই ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জেতে পর্তুগাল। গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগায় ৩৬ ম্যাচ খেলে ৩৫ গোল করেন রোনালদো। আর চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচ খেলে ১৬ গোল করেন ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার হওয়া এই তারকা ফরোয়ার্ড।

প্রাক-মৌসুম সফরে বর্তমানে রিয়াল মাদ্রিদ দল মন্ট্রিয়ালে আছেন। অবশ্য এই সফরে দলের সঙ্গে নেই রোনালদো। ছুটিতে আছেন ইউরোর ফাইনালে হাঁটুতে চোট পাওয়া তিনবারের বর্ষসেরা এই ফুটবলার।

বর্তমানে যুক্তরাষ্ট্রের লিগ মেজর লিগ সকারে খেলা দল মন্ট্রিয়াল ইমপ্যাক্টে খেলেন কোত দি ভোয়ার স্ট্রাইকার দ্রগবা।
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে