বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১০:৩৬:২৭

‘মিসবাহর বিপক্ষে বল করতে ভয় লেগেছে’

‘মিসবাহর বিপক্ষে বল করতে ভয় লেগেছে’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের ৪২ বছর বয়সী অধিনায়ক মিসবাহ-উল-হক এখনও একজন দামাল যুবকের মতো ব্যাট চালান। প্রতিপক্ষের তরুণ বোলারদের তুলোধুনো করছেন। ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে করেছেন নতুন এক রেকর্ড। সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি।

মিসবাহর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার বব সিম্পসন। ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে তিনি ওই শতরান করেছিলেন। বব ৪১ বছর ৩৫৯ দিনে সেঞ্চুরি করেছিলেন। ৩৮ বছর পর এসে ববের রেকর্ড নিজের করে নিলেন মিসবাহ।

এদিকে এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে গেছেন মিসবাহ। আর প্রথম টেস্টেই লর্ডসে সেঞ্চুরিও করে ফেললেন তিনি। তার শতরানের ওপর ভর করেই প্রথম ইনিংসে ভালো অবস্থানে ছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অবশ্য শূণ্য রানে আউট হয়েছিলেন তিনি।

৪২ বছর বয়সে এসে অধিনায়ক মিসবাহ সেঞ্চুরির যে রেকর্ড করলেন তা আর কারও পক্ষে ভাঙা সম্ভব হবে কি না সেটাই এখন দেখার বিষয়। ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, এই বয়সে এসে মিসবাহ যে রেকর্ড করেছেন তা আর ভাঙা সম্ভব হবে না! কেননা চল্লিশ বছরের পর ক্রিকেটে ভালো ফর্ম ধরে রাখাটা কঠিন। কিন্তু মিসবাহ সেটা পেরেছে।

দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানী অধিনায়ক মিসবাহর বিপক্ষে বোলিং করতে ভয় লেগেছে- গণমাধ্যমে এমন কথা বলার পর ইংল্যান্ড দলে নিজের জায়গা নিয়েই শংকিত এখন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি।
২০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে