বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৭:২৬:০৬

পাকিস্তানে খেললেই ২০ হাজার ডলার!

পাকিস্তানে খেললেই ২০ হাজার ডলার!

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বসবে পাকিস্তান সুপার লিগের(পিএসএল) দ্বিতীয় আসর। টুর্নামেন্টটি লাহোরের মাটিতে করতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। নিরাপত্তার ভয়ে কোনো বিদেশি ক্রিকেট দল পাকিস্তান সফরে আসতে রাজি হয় না। এবার বিদেশিদের দেশে আনতে বোনাস ঘোষণা করল পিসিবি।

পিএসএলের চেয়ারম্যান নিজাম শেঠি বলেন, আমরা কমপক্ষে ২০ হাজার ইউএস ডলার দেয়ার প্রস্তাব দিচ্ছি। বিদেশিদের জন্য এ সুযোগ থাকছে।

তবে কী টাকার জন্য পাকিস্তানে খেলতে আসবেন বিদেশি ক্রিকেটাররা? নাকি নিরাপত্তার কথা ভাববেন তারা।
২৩ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে