বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৮:১৫:৪৭

বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন রফিক

বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন রফিক

স্পোর্টস ডেস্ক : একসময় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম ছিল মোহাম্মদ রফিক। কিন্তু ২০০৮ সালে অবসর নেয়ার পর যেন অদৃশ্যই হয়ে গেছেন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১০০ উইকেটের মালিক। রফিক বর্তমানে থাকেন কেরানীগঞ্জে। অবসরের পর সেখানেই নিজের ব্যবসা দেখভাল করছেন। বোর্ডের সঙ্গে সরাসরি কাজ না করলেও ঘরোয়া ক্রিকেটে প্রায়ই সময় দেন দেশের হয়ে প্রথম শত উইকেট শিকারি এই সাবেক বোলার। এইচপির ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে তাকেই ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

রফিকের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অবসরের পর সরাসরি বিসিবির তত্ত্বাবধানে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন। তার আগে এইচপি ক্যাম্পে মোট পাঁচজন দেশি কোচকে নিয়োগ দিয়েছে বিসিবি। স্পিন কোচ হিসেবে ওয়াহিদুল হক গণি ছিলেন। কিন্তু তিনি মূলত লেগ স্পিনার হওয়ায় বাঁহাতি স্পিনারদের চাহিদা পূরণ হচ্ছিল না। আর সেকারণেই রফিকের আগমন।

বৃহস্পতিবার রফিকের নিয়োগের ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেন, রফিক এইচপির স্পিন কনসালটেন্ট হিসেবে কাজ করবেন। ওয়াহিদুল হক গণির সঙ্গে তিনিও এইচপির ক্যাম্পে থাকবেন শেষ পর্যন্ত।
২৩ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে