বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৯:৫৮:০৮

‘বাংলাদেশিরা আমার পাশে আছে’

‘বাংলাদেশিরা আমার পাশে আছে’

স্পোর্টস ডেস্ক : আজ রাতে এসেক্সের বিপক্ষে সাসেক্সের আগে মাঠে নামার আগে মোস্তাফিজুর রহমান বলেছেন, আমার দেশের সমর্থকরা সব সময় আমার পাশে থেকেছে। সাসেক্সে খেলছি, সেটা নিয়েও সবাই অনেক উদ্দীপ্ত। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে শুভকামনা জানাবেন যাতে সাসেক্স শার্কের হয়ে পরবর্তী ম্যাচগুলো আমি ভালো খেলতে পারি।

মোস্তাফিজকে মাঠে নামানোর জন্য চাতক পাখির মতোই অপেক্ষায় ছিল সাসেক্স। অন্যদিকে, মোস্তাফিজও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য দারুণ আগ্রহী। টি২০ ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম মিশনেই সফল হয়েছেন তিনি। তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা জিতেছে এবার। যেখানে বল হাতে মোস্তাফিজ দারুণ ভূমিকা রেখেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকেই বল হাতে জাদু দেখিয়ে চলেছেন মুস্তাফিজ। এরপর আবার আইপিএলের সেই পারফরম্যান্স। দুইয়ে মিলে বাংলাদেশের এই পেসারকে চলতি বছর মার্চে দলে নেয় সাসেক্স।

সন্দেহে নেই, মোস্তাফিজকে নিলে শিরোপা স্বপ্ন সত্যি হতে পারে এমন একটা ভাবনা অবশ্যই কাজ করেছে সেখানে। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে সাসেক্সে। টেবিলে তাদের অবস্থান মোটেও আশাব্যঞ্জক নয়। কাউন্টি ক্রিকেটে টি২০ ক্রিকেটের আসর ও ওয়ানডে ক্রিকেটের আসর পাশাপাশি সময়েই চলছে।

টি২০ ও ওয়ানডে মিলিয়ে সেখানে আপাতত মোট ৭টি ম্যাচ খেলার সম্ভবনা রয়েছে মোস্তাফিজের। সাসেক্স যদি গ্রুপ পর্বের বেড়া ডিঙাতে পারে তাহলে এই সংখ্যা বাড়বে। কিন্তু ন্যাটওয়েস্ট টি২০ সিরিজে নিজ গ্রুপে (সাউথ গ্রুপ) মোস্তাফিজের দলের অবস্থান সপ্তমে ( ৯ দলের মধ্যে)। এরই মধ্যে এই টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলে ফেলেছে সাসেক্স। আর ৩টি ম্যাচ বাকি রয়েছে তাদের। ১১ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট পেয়েছে তারা। রান রেটের অবস্থাও নাজুক। ফলে বাকি ৩ ম্যাচে দুর্দান্ত কিছু করতে পারলেই কেবল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে সাসেক্স, নয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। কেননা, প্রতি গ্রুপের (মোট ২টি গ্রুপ) সেরা ৪ দল সুযোগ পাবে নকআউট পর্বে।

এদিকে, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ টুর্নামেন্টেও সাসেক্সের অবস্থা ভালো নয়। এই টুর্নামেন্টেও মোট ৯টি করে দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা ৪ দল সুযোগ পাবে নকআউট পর্বে। ইতোমধ্যে টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলেছে সাসেক্স। পেয়েছে মাত্র ২ পয়েন্ট। অবস্থান গ্রুপ টেবিলের সবচেয়ে নিচের স্থানটিতে।

গত ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচের আগে সাসেক্সে কোচ মার্ক ডেভিস হতাশা নিয়ে বলেছিলেন, ‘মুস্তাফিজের মতো একজন বোলারকে দলে পেলে তা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দিত। তাকে সময়মতো দলে না পাওয়াটা তাই আমাদের জন্য নিশ্চিতভাবেই বড় হতাশার বিষয়।

এদিকে আজ রাতে এসেক্সের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের দল ঘোষণা করেছে সাসেক্স। এখানে ঠাঁই পেয়েছেন মোস্তাফিজ।

সাসেক্সের হয়ে নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে মোস্তাফিজ বলেছেন, আমি সব সময় জেতার জন্য খেলি। সেটা বাংলাদেশ হোক কিংবা যে কোনো দল। এখানে আগের ম্যাচগুলো খেলতে পারিনি। তবে পরেরগুলো নিজের সেরাটা দিয়েই খেলব এবং আমি অনেক আশাবাদী।

সাসেক্সের ঘোষিত দল: জফ্রা অর্চার, উইল বিয়ার, ড্যানি ব্রিগস, ক্রেইজ কচোপা(উইকেট রক্ষক), হ্যারি ফিঞ্চ, ক্রিস জর্দান, ম্যাট মচন, টাইমল মিলস, ক্রিস ন্যাশ, মুস্তাফিজুর রহমান, ফিল সল্ট, রস টেইলর, লুক রাইট

প্রসঙ্গত, আইপিএল থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। সেই কারণে সাসেক্সে যোগ দিতে বিলম্ব হয়েছিল তার। ভিসা জটিলতার কারণে সেই ‘বিলম্ব’ আরো প্রলম্বিত হয়েছে। তা না হলে গত সপ্তাহেই সাসেক্সে পৌঁছে যেতে পারতেন তিনি।
২৩ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে