বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১০:৪৫:২৫

ভারতের তুলনায় ইংল্যান্ডে ভালো আছেন মোস্তাফিজ

ভারতের তুলনায় ইংল্যান্ডে ভালো আছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : সাসেক্সে আমি বাংলাদেশের প্রথম; নিজেকে অনেক বড় মনে হচ্ছে। সাসেক্স আমাকে নিয়েছে, এজন্য সাসেক্সকে ধন্যবাদ। আর এখানে আবহাওয়া অনেক ভালো। আইপিএলে খেলেছি, তখন অনেক গরম ছিল। এখানে ঠাণ্ডা।

বৃহস্পতিবার রাতেই সাসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়ার কথা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের। ম্যাচের আগে কাউন্টি দলটির অফিসিয়াল ওয়েবসাইটে দোভাষীর সহায়তায় একটি ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এসময় তিনি বলেন, জাতীয় দলে যখন খেলি বা যেখানেই খেলি, সব সময় জেতার জন্য খেলি। এখানে আগে তো আমি ছিলাম না। এখন আমি যতটা সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যেন শেষ তিনটা ম্যাচ জিততে পারি।

বাংলাদেশ দলের অনেকের কাছ থেকেই মুস্তাফিজ শুনেছেন ইংল্যান্ডের উইকেট পেস-বান্ধব। মাঠে নামার আগে তাই রোমাঞ্চিত তিনি। এ প্রসঙ্গে বলেন, সিনিয়র ভাইদের কাছে শুনেছি যে পেস বোলারদের জন্য উইকেট অনেক ভালো। শুনেই ভালো লাগছিল যে কখন যাব, গিয়ে খেলব। আমার জন্য ভালো।

ইংলিশ ক্রিকেটে ভালো করতে সবার দোয়া চেয়েছেন বাংলাদেশের তরুণ এই সেনসশন। এ সময় মোস্তাফিজ বলেন, সবাই আমাকে সবসময় সমর্থন করে। এখন সাসেক্সে আসা হয়েছে, এখানে আমার যারা ভক্ত আছেন, তাদের এবং বাংলাদেশের সবার কাছে দোয়া চাই যেন আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি।
২৩ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে