শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০১:৪৮:৩৯

কোহলির সেঞ্চুরীতে ৬৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৩৭ রান

কোহলির সেঞ্চুরীতে ৬৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৩৭ রান

স্পোর্টস ডেস্ক :  ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামলো ভারতীয় ক্রিকেট দল। আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সেঞ্চুরীতে শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় সংগ্রহ ৬৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান।

তিনি জানিয়েছেন, “গত তিন সপ্তাহ ধরে আমরা অনুশীলন করেছি। আশা করছি, শুরুটা পজ়িটিভ হবে। শেষ সিরিজ়ে আমরা যে জয় পেয়েছিলাম, সেখান থেকেই আত্মবিশ্বাস অর্জন করতে পারব।”

আজ লোকেশ রাহুলের ওপেন করার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। শেখর ধাওয়ানের সঙ্গে ব্যাট হাতে মাঠে নামেন মুরলি বিজয়। তবে ৬ ওভার শেষে নিজের উইকেট হারিয়ে আসেন বিজয়। গ্যাব্রিয়েলের বলে খোঁচা দেন বিজয়। সেই বল দ্বিতীয় স্লিপে কার্লোস ব্রেথওয়েটের হাতে জমা পড়ে। ফলশ্রুতি, ব্যক্তিগত ৭ রানেই ফিরে যান মুরলি। তার জায়গায় মাঠে নামেন চেতেশ্বর পূজারা।

ক’দিন আগেই দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছিলেন, এই উইকেট একেবারেই শ্লথ। এখানে সময় দিতে হবে। একবার যদি এই উইকেটে কোনও ব্যাটসম্যান সেট হয়ে যেতে পারে, তবে তার ব্যাট করতে কোনও অসুবিধাই হবে না। আপাতত সেই “ধীরে চলো” নীতি মেনে খেলতে গিয়ে চেতেশ্বর পূজারা ব্যক্তিগত ১৬ রানের মাথায় ঘরে ফেরেন।

তবে শেখর ধাওয়ান এক পাশে ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৪৭ বলে ৮৪ রান করে এলবি’র ফাদে পা দিয়ে সাজ ঘরে ফেলেন। ৯টি বাউন্ডারী ও একটি ওভার বাউন্ডারীতে ৮৪ রান করেন ধাওয়ান।

এবার মাঠে নামেন দলপতি বিরাট কোহলি। সাথে রাখেন অজিঙ্ক রাহানেকে। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রাহানে। ৩৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন রাহানে। তবে কোহলি ১১টি বাউন্ডারী হাঁকিয়ে ব্যক্তিগত সংগ্রহ ১৩৪ বলে ১০০ রান করে এখন ক্রিচে আসেন। তাকে সংঘ দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন।

২২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে