শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৬:৫৪:৫৬

এ কোন মোস্তাফিজ! বিস্মিত ইংলিশ ক্রিকেটও

এ কোন মোস্তাফিজ! বিস্মিত ইংলিশ ক্রিকেটও

স্পোর্টস ডেস্ক : আইপিএল-এর পর এবার কাউন্টি ক্রিকেটে এ কোন মুস্তাফিজুর রহমান। অভিষেকেও দুর্ধর্ষ! সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। একে একে শিকার করেছেন রবি বোপার, রায়ান টেন ডেশকাটে, জেমস ফস্টার ও ক্যালাম টেইলরের উইকেট।

এদিন দুর্দান্ত একটি ক্যাচও নিয়েছেন বাংলাদেশের এই বিস্ময় বালক। দুর্দান্ত পারফরম্যান্সে কাউন্টি অভিষেকে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ওভার প্রতি ৫.৭৫ রান রেট রেখে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন। ২৪ রানে জয় পায় মোস্তাফিজের দল। ২০০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে এসেক্স ঈগলস প্রথম ধাক্কাটা খেয়েছিল মোস্তাফিজের প্রথম ওভারে। শত চেষ্টা করেও ৪ রানের বেশি তুলতে পারেনি দলটি।

এদিকে জয় পেতে হলে দরকার ওভার প্রতি ১০ রানে উপরে লাগবে। ফলে আগ্রাসী মনোভাবে খেলতে গিয়েছিল মোস্তাফিজকে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল কাটার শিকারী। বিষাক্ত কাটারে এক এক করে তিনটি শিকার তুলে নিলেন সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন তেতুলিয়ার এই টাইগার।

৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে এসেক্স ঈগলসের কফিনের শেষ পেরেকটা পুতে দিলে কাটার মাস্টার। রবি বোপারা, ফোস্টার ও টেইলরকে শিকারে পরিণত করলেন দ্যা ফিজ।  মোস্তাফিজ ওভার প্রতি ৫.৭৫ রান রেট রেখে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন।

২২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে