শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০১:১০:৪৪

২০ ওভার শেষে মোস্তাফিজের সাসেক্সের সংগ্রহ ১৫৩ রান

২০ ওভার শেষে মোস্তাফিজের সাসেক্সের সংগ্রহ ১৫৩ রান

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজের ২য় ম্যাচে সারে ক্রিকেটের মুখোমুখি সাসেক্স শার্কস। টসে জিতে সারে ক্রিকেট সাসেক্সকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায়। তবে ব্যাটিংয়ে শুরুটা কালকের মতো ভালো না মোস্তাফিজদের। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ রান।

ক্রেইগ কচোপার ৪৩ বলে ৪৫ এবং ম্যাট মচনের ২৬ বলে ২১ রান দলকে কঠিন সময়ে ঘুরিয়ে দিতে সক্ষম হন। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস ন্যাশও ভালো ভূমিকা রাখে।

গতকালের মতো ব্যাটে নেমে দারুন শুরু করেছিলেন ক্রিস ন্যাশ। কিন্তু গতদিনের মতো যোগ্য সঙ্ঘ দিতে ব্যর্থ হন অধিনায়ক লুক রাইট। ব্যক্তিগত ১৪ বল খেলে মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। এরপর আজার মাহমুদের বলে ১৮ রানের মাথায় আউট হয়ে যান গতম্যাচে ৩৩ রান করা ফিল সল্ট। তবে ৩৪ বলে ৩৯ রানের ক্রিশ ন্যাশের ইনিংসটা অবশ্য দলকে কিছুটা ভালো অবস্থানে দাড় করায়।

আজ মাঠে নামর আগেই ফেসবুক ফ্যান পেজে নিজের সাসেক্সের জার্সি গায়ে ওঠা একটি ছবি পোস্ট করে তার ওপরে মোস্তাফিজ লিখেছেন, আজকের ম্যাচে আমার জন্য সবাই দোয়া করুন।

সাসেক্সের একাদশ: লুক রাইট(অধিনায়ক), ক্রিস ন্যাশ, ফিল সল্ট, রস টেইলর, ম্যাট মচন, ক্রেইগ কচোপা(উইকেট রক্ষক), ক্রিস জর্দান, উইল বিয়ার, জফ্রা অর্চার, টাইমল মিলস ও মুস্তাফিজুর রহমান।
২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে