শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১০:০৭:৩৯

ইংল্যান্ডে ক্রিকেট আর বাংলা ভাষা প্রচার করছেন মুস্তাফিজ

ইংল্যান্ডে ক্রিকেট আর বাংলা ভাষা প্রচার করছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডে বাংলা ভাষা প্রচার করছেন! তার দ্বিতীয় ম্যাচে ওভালে হাজির হয় অসংখ্য বাংলা ভাষার মানুষ। তাদের চিৎকার ছিলো বাংলায়। সবই শুনে থাকেন মাঠের ক্রিকেটাররা।

মুস্তাফিজ ইংরেজি বোঝেন না। কিন্তু সবাই বুঝতে চায় মুস্তাফিজের ভাষা। দলের ক্রিকেটাররা মুস্তাফিজের কাছ থেকে বাংলা শিখছেন। অন্যদিকে সাসেক্স তো বাংলা শিখেই গেলো!

শুধু মুস্তাফিজের জন্যই একটি মুগ্ধকর সিদ্ধান্ত নেয় সাসেক্স। সাসেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলায় একটি ট্যুইট করে। সেখানে অবশ্য লেখা ছিলো- ‘আজকের ম্যাচ শুরু হবে রাত 11.30 (১১.৩০) টায়, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ!’

ম্যাচ চলার সময় গ্যালারিতে ছিলো এক খন্ড বাংলাদেশ। বাংলাদেশের পতাকার সাথে ছিলো বাংলা ভাষার জয়গান। মুস্তাফিজের ক্রিকেটে রয়েছে নতুনত্ব। এটি দিয়ে এরই মধ্যে মন জয় করেছেন তিনি।

নিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য দলকে জয় এনে দিতে পারেননি তিনি। তাকিয়ে আছেন পরবর্তী ম্যাচটির দিকে। তবে মুস্তাফিজের ইংল্যান্ড যাত্রা যেন ক্রিকেট আর বাংলা ভাষার প্রচারের জন্যই।
২৪ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে