শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১১:১৯:৫৭

বয়স ৪! প্রতিনিধিত্ব করছে অনুর্ধ-১২ ক্রিকেট দলে

বয়স ৪! প্রতিনিধিত্ব করছে অনুর্ধ-১২ ক্রিকেট দলে

স্পোর্টস ডেস্ক: এ যেন এক বিস্ময় শিশুর বিস্ময় কীর্তি। যে বয়সে বাবার সঙ্গে হাতে প্লাস্টিকের ব্যাট নিয়ে খেলার কথা, সে নাকি তার স্কুলের ক্রিকেট দলকে অনুর্ধ ১২ দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। ভাবুন তো কাণ্ড। এই ঘটনাটি সামনে আসার পরই সকলের চক্ষু তো চরক্ষগাছ। আর হবে নাই বা কেনও? এই যদি হয় হাল তাহলে তো বিশ্ব ক্রিকেটের তাবড় খেলয়াডদের এই শিশু কার্যত তুরি মেরেই উড়িয়ে দেবে আগামী দিনে।

নাম সায়ন জামাল। বয়স মাত্র ৪ বছর। বাড়ি দিল্লিতে। তার পরিবারের সদস্যদের অনুসারে সায়ন এই বয়সের আর পাঁচটা শুশুর থেকে আলাদা। আরও ছোটো থাকতেই টিভিতে কার্টুন সিরিজ দেখার বদলে তার কাছে প্রিয় ছিল ক্রিকেট। শুধু খেলা দেখাই নয়, বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের খেলা দেখে স্টান্সও নিত। এরপরই চলতি বছরের গোড়ার দিকে ক্রিকেট কোচ উত্তম ভট্টাচার্যের তত্ববধানে তাঁরই ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয় সায়নকে। আর সেখানেই চলছে তার তালিম। সঙ্গে তার ট্যালেন্ট দেখে স্কুলের পক্ষ থেকে সায়নকে অনুর্ধ ১২ ক্রিকেট দলে তাকে প্রতিনিধিত্ব করতে পাঠানো হচ্ছে।-জিনিউজ
২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে