বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০১:৫৭:৪৭

অনেক শঙ্কার মাঝে দেশের ক্রিকেটে এলো সুখবর

অনেক শঙ্কার মাঝে দেশের ক্রিকেটে এলো সুখবর

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের উপর বিপদ আর বিপদ। বিরাজ করছে অনেক শঙ্কা। আর এসবের মাঝেই উড়ে এলো একটি সুখবর। কয়েকদিন আগে কালো মেঘে ছেয়ে যায় বাংলাদেশের আকাশ।

ছেয়ে যায় মিরপুরের আকাশও। দেশের ক্রিকেটের উপর পড়ে বড় প্রভাব। শুধু ক্রিকেট সংশ্লিষ্টরাই নয় বিচলিত হয়ে পড়েন দেশবাসী। জঙ্গি ইস্যুতে জুজুর ভয় মোটেই কম হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে এ কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়নি তা বলে উড়িয়ে দেয়ার কোনো উপায় নেই। এইচপি ক্যাম্পের যাত্রাটা মূলত: শুরু হয় ১৬ জুলাই থেকে। প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে এই অনুশীলন ক্যাম্পের বয়স।
   
সবারই জানা যে, এখনো যোগ দেননি এইচপির প্রধান কোচ সাইমন হেলমট। তবে খানিকটা সুখবর দিয়েছেন এইচপি দলের ট্রেনার কোরি বকিং। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্বে হেলমেটকে নিয়ে কথা বলেছেন তিনি।

তিনি বলেছেন, হেলমেট শিগগিরই বাংলাদেশে আসবেন। আমার সাথে যোগাযোগ রয়েছে তার। সিপিএলে তার দল ফাইনালে গেলে প্রায় সপ্তাহ খানেক পরে আসবেন তিনি। বকিং জানান, আর তা না হলে এর আগেই আসবেন তিনি।

প্রসঙ্গত, এর আগে বকিং জানান, তিনি বাংলাদেশে খুব ভালো আছেন। কোনো সমস্যা হচ্ছে না তার।
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে