স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান একজন বিশ্বসেরা বোলার। এখন সে সাসেক্স পরিবারেরও একজন সদস্য। তাই তার চিকিৎসার সব দায়িত্বও আমাদের। ক্লাব কর্তৃপক্ষ মোস্তাফিজের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখছে।
হবস গ্রাউন্ডে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলার আগে সাসেক্স ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী জ্যাক টোমাজি এসব কথা বলেছিলেন।
মোস্তাফিজের ইনজুরির ঘটনা বড় ধরনের দুর্ভাগ্য উল্লেখ করে জ্যাক টোমাজি বলেন, বিসিবি তার চিকিৎসার ব্যপারে যে কোনে ধরনের সহায়তা চাইলে, সাসেক্স সেই সহযোগিতার হাত বাড়াতে কার্পণ্য করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সাক্সের দরজা খোলা। ভালো নৈপূণ্য দেখাতে পারলে আমরা মোস্তাফিজুর রহমানের মতো আরও বাংলাদেশি খেলোয়াড় সাসেক্স ক্লাবে যুক্ত করতে চাই।
বাংলাদেশী ক্রিকেটারদের জন্য মুস্তাফিজকে একজন ভালো অ্যাম্বাসেডর বলেও মন্তব্য করেন টোমাজি।
টোমাজির বক্তব্যে স্পষ্ট মোস্তাফিজের অস্ত্রোপচার ও পুনর্বাসনের খরচ বহন করতে আগ্রহী সাসেক্স। কারণ, মোস্তাফিজ এখনো তাদের ক্রিকেটার।
৩০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ